নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

নি:সঙ্গ মানুষের বুকের হাওর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯


মনোলীনা,
একবার এসে দেখে যাও,
আমার বুকে আজ নি:সঙ্গ চন্দন বনের
ঝরা পাতার দীর্ঘশ্বাস,
পাতাগুলো দীর্ঘ অপেক্ষায় আছে
একজন নি:সঙ্গ পথিকের,
যে পথিক তাদের শুনাবে একটি ধ্রুব সত্য কথা,
“নি:সঙ্গ মানুষ বড় অসহায়,
তার বুকে আকাশের গল্প থাকেনা ,
নদীর বুকে চর জেগে উঠার গল্প থাকেনা
থাকে শুধু ঝরা পাতার আর্তনাদ”
আমার বুকে আজ শুধু ঝরা পাতার হাহাকার।
মনোলীনা,
একবার এসে দেখে যাও
তোমার দেওয়া দেয়ালঘড়িটা
থেমে আছে আজ বহুদিন,
দম দিয়ে আর সচল করতে
একটু ইচ্ছে করেনা,
অচল ঘড়ি নি:সঙ্গ মানুষের বড় বন্ধু,
তুমি একবার এসে ঘড়িটা দেখে যেও,
যদি অবসর পাও, তবে ঘড়িতে দম দিও।
আমার বুকের হাহাকার হাওরের জলে একা ভাসে।
মনোলীনা,
একবার এসে দেখো যাও ,
সময়ের দুয়ারে মৃত্যূ আজ হাসাহাসি করে,
নি:সঙ্গ মানুষের মরন থাকে অভিমানের অসুখে,
অভিমান আর হাহাকার ডুবছে
আমার বুকের হাওরের জলে।
মনোলীনা,
এই ক্ষুদ্র বুকে এত জল আর ধরেনা।
-------------/-----------------------------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

অবনি মণি বলেছেন: মনোলীন! বাহ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.