নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
হাটতে কষ্ট হয় মানুষের ভীড়ে,
শরীরের সাথে শরীর লেগে যাচ্ছে,
সবাই ব্যস্ত,ছুটে চলছে,
কোন দিকে না তাকিয়ে।
কেউ স্বপ্নঘোরে স্বপ্ন বুকে নিয়ে,
কেউ স্বপ্নহীন হয়ে শূন্যতা বুকে নিয়ে
আমিও হাটছি,
আমিও নিজেকে টেনে চলছি,
হাজারো মানুষের ভীড়ে
আমি একা, আমি নিঃসংগ।
আমার স্বপ্ন বন্ধক রেখিছি মহাজনের কাছে,
বিনিময়ে আমি দুবেলা খেতে পাই,
থাকার জন্য একটা ঘর পেয়েছি,
আর ভদ্রলোক হওয়ার জন্য কিছু কাপড়।
বন্ধকি স্বপ্নে আমার জীবন থাকেনা,
মহাজনের লেখা নাটকে শুধু অভিনয় করি,
চরিত্র বদল হয়ে যায় প্রতিনিয়ত,
কখনো সন্তান ,কখনো বাবা,
কখনো ভাই, কখনো স্বামী,
মাঝেমাঝে মানবিক,অথবা পশু,
শধু আমার জীবন লেখে না মহাজন,
তাই হাজারো চরিত্রের ভীড়ে
আমি একা, আমি নিঃসংগ।
“ও মহাজন, আমার জীবনটা একবার লিখে দাও"।
------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
১লা বৈশাখ,১৪২৪
২| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৯
ধ্রুবক আলো বলেছেন: শুভ নববর্ষ
১৪২৪ বঙ্গাব্দের বৈশাখী শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন