নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
জীবন একটা আশ্চর্য ভ্রমন। এই ভ্রমনে সারা জীবন সবচেয়ে আপন এবং চির সংগী নিজের ভিতরের মানুষটি। অনেক সময় নিজেকে খুবই আপন মনে হয়, মাঝে মাঝে খুবই পর। অনেক সময় খুবই অসহায়, মাঝে মাঝে অনেক শক্তিময়। মাঝে মাঝে খুবই ঘৃনা করতে ইচ্ছা করে অথবা প্রচন্ড ভালোবাসতে ইচ্ছা করে।
আমি আসলে খুবই সাধারন একজন মানুষ। আমার ভিতরে লোভ, হিংসা, রাগ,হতাসা, অভিমান ভালোবাসা অহং সবই আছে।
নিজেকে খুবই ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু ভিতরে এত সীমাবদ্ধতা থাকায় সত্যিকারের ভালোবাসতে পারিনা। আয়নায় নিজেকে যখন দেখি সাথে নিজের খারাপ দিকগুলো ও ভেসে উঠে। ভালো কিছু থাকলেও খারাপের আড়ালে চলে যায়। খুবই অসহায় লাগে নিজেকে, মনে হয় সময়ও কমে যাচ্ছে প্রতিনিয়ত, কবে আমার ভিতরের ভালোগুলো আত্মবিশ্বাসী হয়ে খারাপ গুলোকে দৃঢ়তার সাথে ত্যাগ করবে।
সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি নিজের ভিতরের মানুষটা ভালো না হলে সারা জীবনের এই ভ্রমন একেবারই বৃথা, আর তখনই নিজেকে তৃপ্তি সহকারে ভালোবাসা যায়না।
স্বপ্ন দেখি একদিন আমি নিজেকে আয়নায় দেখে কোনো রকম সংশয় ছাড়া বলতে পারবো, “ আমি আমাকে সত্যিকারই আজ ভালোবাসতে পেরেছি”।
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫
মানুষ বলেছেন: আয়নার সামনে না দাঁড়ালেই ল্যাঠা চুকে যায়|
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
কানিজ রিনা বলেছেন: বিবেকবান তখনই যখন নিজেকে নিজে বিচার
বিচার করা যায়।