নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আগোছালো ভাবে একদিন মরে যাবো

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৯

মনোলীনা।
আজকাল ভাত খেতে বসলেই
আমি বুঝে যাই ভালোবাসা কমে যাচ্ছে,
চায়ে চুমুক দিয়েই বুঝি ভালোবাসা কমে যাচ্ছে,
শার্ট এর বোতাম লাগাতে গেলেই বুঝে যাই
ভালোবাসা কমে যাচ্ছে,
বিছানার চাদরের রংদেখে বুঝি
ভালোবাসা কমে যাচ্ছে।

মনোলীনা,
ভালোবাসা কমে যাচ্ছে
আগোছালো ভাবে, বিশুদ্ধ অবহেলায়।

শক্ত ভাত আমার গলায় ঠিক সহ্য হয়না,
চায়ে আমি কখনো চিনি খাইনা,
ছিঁড়া বোতাম নিয়ে, শার্ট পরে ঘুরে বেড়াই,
তুমি বলতেও পারবেনা,
বেগুনী রঙ এ আমার এলার্জি আছে,
অথচ সেই রঙ এর চাদর থাকে আজকাল বিছানায়।

মনোলীনা,
তোমার বিশুদ্ধ অবহেলায়
আমি আগোছালো ভাবেএকদিন মরে যাব
কোন গোরখাদকের ভালোবাসা হয়ে।
মরে গিয়ে গোরখাদকের একদিনের
রোজগারের ব্যবস্থা করে যাবো
আমার মৃত্যুর খবরে হাফ ছেড়ে বাঁচবে
একদিনের জন্য সেই গোরখাদক,
মুখে হাসি ফুটে উঠবে তার আমার লাশ দেখে
আজ অন্তত সন্তানের জন্য ভাতের ব্যবস্থা হয়ে গেল,
বিশুদ্ধ ভালোবাসায় সে আমার কবর খুঁড়বে
বাড়তি কিছুর আশায়,
অতিরিক্ত বখশিশ এর আশায় স্বজনদের পাশে
ঘুরাঘুরি করবে লোভী বিড়ালের মত।

মনোলীনা,
সেদিন হয়তো তুমি
গোরখাদকে কিছু বখশিশ দিয়ে দিবে
আবারো আমাকে বিশুদ্ধ ভাবে ভালোবেসে।
------------------------------------
জি, এম হারুন অর রশিদ
০৬/০৮/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:২২

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোবাসা কি কখনো কমে যায়???
কোথাও একটা ভুল হচ্ছে বলে মনে হয়। ভালোবাসা কমে যাওয়া কিংবা শেষ হয়ে যাওয়ার কোন বিষয় না। ভেবে দেখবেন।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভাইরে ঠিকই বলেছেন। অভিমানে মানুষহ অনেক কিছু ভাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.