নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি “সময়” বলছি

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬


“হ্যালো, কে বলছেন?”
এ কথা শুনলেই
আমি চুপ হয়ে যাই
কি বলবো বুঝতে পারি না।

আমি কে ?
নাম বলবো ?
আমারই নামের অনেক মানুষ ঘুরছে চারিদিকে ,
নাকি আমি বলবো-
আমার কোনো নাম নেই,
আমি সেইজন
যে বেঁচে থাকতে পেরেই খুশি,
যে প্রতি মূহুর্ত পকেটের অর্থের হিসাব করতে করতে
বেঁচে থাকার হিসাব নিকাশ ভুলে গেছে।

আমি সেইজন
যে আজ গুম হয়নি জীবন থেকে এখনও,
যার স্বপ্ন আজ ভাগ্যগুনে ক্রশফায়ারে পরেনি,
অথবা কখন যে ক্রশফায়ারে পরেছে টেরই পাইনি।

আমি সেইজন
যার স্বপ্ন জন্ম থেকেই কোটা বিদ্ধ,
আমি সেইজন
যে জন্মেচ্ছে বোবা থাকার জন্য,
আমি সেইজন
যে বাবা মা’র স্বপ্নের দৌড়ের পঙ্গু দৌড়বিদ,
আমি সেইজন
যে প্রতি মূহর্তে ধর্ষনের ভয়ে থাকি
বোন আর মেয়ে’র জন্য,
ওরা “ঠিকমত বাড়ী ফিরলেই ভাবি আমি আজ ভাগ্যবান”।

আমি নকল করে পাশ করা সমাজ,
আমি ঘুষের টাকায় বেড়ে উঠা বাবা মা’র সন্তান,
আমি রাজনীতির দাবা খেলার সৈন্য,
আমি সত্য মিথ্যার পার্থক্য না বুঝা শিক্ষিত সমাজ,
আমি সত্য কথা বলতে না পারা কাপুরুষ,
আমি ব্যাংকের টাকা লুটকরা ক্ষমতাবান গোষ্টী,
আমি নেশায় বেড়ে উঠা প্রজন্ম।

আমি সংখ্যা লঘু হয়ে যাই যখন তখন,
আমি মানুষ মেরে জাহান্নাম আর জান্নাত খুঁজি,
আমি ভবিষৎ এর আশায় বিদেশ পাড়ি দিতে
সমুদ্রে ডুবে মরা আদম,
আমি মানুষের মত চেহারার অমানুষ,
আমি আসলে কে ?

তারপর অনেক সময় নিয়ে বলে ফেলি
হ্যালো
আমি “সময়” বলছি।
—————————-
রশিদ হারুন
০৭/০৪/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাস্তবতাকে সুন্দর তুলে ধরেছেন

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

আকিব হাসান জাভেদ বলেছেন: আমি সেই জন ,
যে দিনের আলোতে করি খেলা
রাত পোহালে করি মানুষ গুম।
বাস্তবতা আবারো চোখের সামনে আসলো । সুন্দর বাস্তবতা।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

নাজমুল হক সৈকত বলেছেন: খুব সুন্দর

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.