নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫


চৌধুরী সাহেব,
আপনি প্রতিদিনই আপনার মেয়েকে বকাঝকা করেন,
কোথায় যাচ্ছে?,
সাথে যেনো একজন পাহারাদার নিয়ে বের হয়,
শরীরটা ঠিকঠাক ঢেকে ঘর হতে বের হয় যেনো,
চারদিকে আজবাজে ছেলে পুলে ঘোরাঘুরি করে,
আপনার স্ত্রী’র বোরকা ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ,
উনার কোনো মতামতের দাম আপনি কখনো দেননি,
শুধু টাকা পয়সা দিয়ে সংসার চালাচ্ছেন ,
উনাদের দু’বেলা খেতে পরতে দিচ্ছেন এতেই উনার কৃতজ্ঞ থাকা উচিত,
এতো আবার কিসের মতামত।

অথচ আপনার ছেলে বুক খোলা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে,
মোটর সাইকেল দাবড়িয়ে বেড়াচ্ছে ,
মেয়েদের দেখলেই টিজিং করছে,
প্রায় রাতে বাড়ীতেই ফিরেনা,
তখন আপনিই বলছেন গদগদ হয়ে, “ছেলে মানুষ, একটু এই রকম করবেই,
এই বয়সে আমিও এই রকম ছিলাম”।
আপনার ছেলে কিন্ত্তু আমার মেয়ে, বোন, স্ত্রী’র জন্য আজেবাজে ছেলে।

চৌধুরী সাহেব,
আপনি বড় রাজনৈতিক নেতা,
“গনতন্ত্র চাই” বলে লাফাচ্ছেন,
সম অধিকারের জন্য সেমিনার করছেন,
ভোটের অধিকারের জন্য গলা ফাটাচ্ছেন,
একবার আপনার ঘরের দিকে তাকান,
আগে আপনার ঘরে গনতন্ত্র দিন,
সম অধিকার দিন,
দেশে নিয়ে পরে ভাবুন।
————————
রশিদ হারুন
১৩/১১/১৮

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

নজসু বলেছেন:




ঠিক বলেছেন।
আগে ঘর।
পরে পর।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: চমৎকার লেখা। আমরা সবাই কেমন যেন নিজের স্বার্থের বেলায় ষোলআনা বুঝি আর অন্যের বেলায় বৃদ্ধাংগুলি দেখাই।
শুভ কামনা রইল!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



এই চৌধুরী কিন্তু আমি নয়!!

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: এই দেশ গনতান্ত্রিক দেশ। আমি খুব খুশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.