নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
হাইকোর্টের বারান্দায় শুয়ে থাকা
ক্ষুধার্ত কুকুর’টি একদিন স্বপ্ন দেখে,
এই শহর সম্পূর্ন কুকুরের
দখলে থাকবে সব সময়,
মানুষ আর কুকুরের জন্য আইন সমান হবে,
রাতে সবাই একসাথে পেট ভরে খাবে।
পরদিন, মহামান্য আদালত বললেন,
“হাইকোর্টের বারান্দায় জীবিত প্রানীদের ঘুমানো নিষেধ।”
তারপর সিটি কর্পোরেশনের ট্রাকে করে যখন কুকুর’টিকে বন্দী করে নিয়ে যাওয়া হয়,
খোলা আকাশের দিকে তাকিয়ে সেটি ভাবে,
‘এই শহর একসময় সম্পূর্ন কুকুরের দখলে থাকবেই,
সেদিন থেকে শহরের সব বারান্দায় মানুষ’কে ঘুমানোর অনুমতি দেওয়া হবে,
আহা মানুষগুলো কুকুর হলে ভালো হতো,
তাহলে তার মত মায়া থাকত’।
————
রশিদ হারুন
১৭/০২/২০১৯
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১২
মাহমুদুর রহমান বলেছেন: একটি দীর্ঘশ্বাস।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ কবি।
কুকুরেরও কতো মানবিক স্বপ্ন থাকে।
আহা! মানুষের যদি কিছুটাও থাকতো।