নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ম্যাসেন্জারে একটি প্রেম

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৫


ম্যাসেন্জারে মেসেজ দিয়েই,তুমি চুপচাপ
তুমিতো বুঝবে না, আমার বুকের ধুপধাপ
বিকেল সাড়ে চারটায়, ঠিক শাহবাগের মোড়ে।


বসের মেজাজ চরম খারাপ, ছাড়বে না
চারটার আগে কোনমতেই বলতে পারবো না
মতিঝিলে তখন অনেক জ্যাম,আসব দৌড়ে?


দু’বছরে মোবাইলে, আজ প্রথম মুখোমুখি
এতো মানুষ,হবে কি গোপন চোখাচোখি?
আজই তোমায় বলবো, “চলো বিয়ে করি”


আমি কিন্তু বত্রিশে, তুমিতো আটাশে?
বয়স বাড়ছে দু’জনেরই,অপেক্ষার বাতাসে
রাগবে নাতো, যদি ইচ্ছে করে হাত ধরি?


আমি আজ নীল শার্টে, সেল্ফি দিলাম দেখো
তুমি যখন বেড়োবে,ম্যাসেন্জারে সেল্ফি রেখো
আজ সত্যিই কাটবে তাহলে অপেক্ষার প্রহর?


ম্যাসেজ এখনো unseen , চারট প্রায় বাজে
মোবাইলও বন্ধ,অন্য কিছু ভাবোনিতো এর মাঝে?
আমি কিন্তু আসবোই,সাক্ষী থাকবে ঢাকা শহর।
————————————
রশিদ হারুন
১৫/০৬/২০১৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৬

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: সহজ সরল সুন্দর

১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা নিবেন।আপনার মতামতের জন্য কৃতজ্ঞ। সাথে থাকবেন

২| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা নিবেন।আপনার মতামতের জন্য কৃতজ্ঞ। সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.