নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার বাবা খুব গরীব বলে
আমার পেট ভরে
কখনো দু’বেলা খাওয়া হয়নি।
তাই আমি কখনো সাহস করে মন খুলে কথা বলতে পারিনি।
গলির শেষ বাড়ির মেয়েটির বাবা হুলুস্থূল ধনী লোক,
মেয়েটি ডায়েট করে,
তাই পেট ভরে কখনো খায়না।
বড়োলোকের মেয়ে বলেই অহং এর কারনে মেয়েটিও সব কথা বলেনা।
সংবিধানে ধনী গরীব ‘সবাই সমান’ বলা আছে।
অথচ ধনী গরীবের ‘প্রেম- ভালোবাসা’ নিয়ে সংবিধানে কিছু বলা নেই!!!
প্রিয়,
‘জীবনানন্দ দাস’ আর ‘হুমায়ূন আহমেদ’
আপনারা দু’জনই ঈশ্বরের কাছ থেকে ছুটি নিয়ে আরেকবার আমাদের কাছে আসুন।
সংবিধানে দয়া করে একটি করে ‘ভালোবাসার কবিতা’ ও ‘প্রেমের উপন্যাস’ সংশোধনী আকারে যোগ করে দিন।
তারপর আমি কথা বলবো মেয়েটির সাথে।
————————
রশিদ হারুন
০৭/১১/২০১৯
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সৌরভ
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
সোনালী ডানার চিল বলেছেন: অনবদ্য!
কবিতায় ভালোলাগা রাখলাম
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
সাইন বোর্ড বলেছেন: বেশ চমক আছে কবিতায় !
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি লিখেছেন স্যার !! আপাতত কোন মন্তব্য ই যুতসই মনে হচ্ছে না।শুধু সীমাহীন ভালো লাগা রেখে গেলাম। +++