নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

এ নাহলে কষ্ট কিসের!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭


ভুল করে,
শুধু ভুল করে বুকের দরজা খুলেছিলাম একদিন!
তারপর থেকে,
একটা আস্ত আমাবশ্যার চাঁদ সুযোগ বুঝে ঢুকে গেলো সেখানে।
তখন থেকে দশ রাত-
এই বুকে সব দখিনা হাওয়া বন্ধ।
বাতাসের করুন কম্পন আর বিষাক্ত কান্নার ছটফটানি,
বুকে ভিতরেই সামন্য জোছনার জন্য জোনাকি পোঁকার বুভুক্ষুর মতো প্রার্থনা!

কিছুক্ষণ পর পর
বুকে কালো পাথরের মতো ভয়ংকর অন্ধকার ছিড়ে ছিড়ে পরা!!
প্রতি মূহুর্তে বুকে মাতম করে কেঁদে কেঁদে
নিজেকে অভিষাপ দেওয়া,
এ নাহলে কান্না কিসের!!

বুক ছেড়ে বেড়িয়ে যাচ্ছে কিছু অবোধ শব্দ,
রক্তাত শব্দ।
‘ ভুলে গেলে একদিনেই সব,
দিয়ে ছিলামতো অনেক দিন রাত্রি!’

এ নাহলে মরণ কিসের?
তা নাহলে কারো বুকের ভিতরে
মৃত জোনাকি পোঁকার কফিনের সারি
মাইলের পর মাইল জায়গা দখল করে থাকে।

এ নাহলে কষ্ট কিসের!!
ভুলে গেলে একদিনেই সব?
————————————-
রশিদ হারুন
১৬/০২/২০২০

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫১

এম এ হানিফ বলেছেন: সুন্দর কবিতা। অনবদ্য প্রকাশ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

অক্পটে বলেছেন: চমৎকার প্রকাশ! এ নাহলে মরণ কিসের? দারুণ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

নাহিদ০৯ বলেছেন: আপনার দুইটা বই ই গুডরিডস ডাটাবেইজ এ যোগ করেছি। আপনার একটা ছবি আর লেখক পরিচিতি পাঠাতে পারবেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: জীবনি-



কবি-রশিদ হারুন

পিতা- মোঃ দেলোয়ার হোসেন

মাতা- সাজেদা বেগম।

শ্বশুড় ছিলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা জনাব দিলদার।

দুই ভাই ও দুই বোনের মধ্যে

মেজ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম ব্যাচের ছাত্র।

শাবিপ্রবি এর ইতিহাসে শাকসুর প্রথম নির্বাচিত সাধারন সম্পাদক।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি করেন।

স্ত্রী -ডাঃ মাসুমা আকতার।

ছেলে -রুদ্র আর মেয়ে- রোদসী’কে নিয়ে সংসার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: https://www.facebook.com/G.M.Harun.Or.Rashid

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.