নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি গাছদের সাথেই থাকব

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৮


মনোলীনা,
তুমি চলে যাচ্ছ,
বাতাসের মাঝে আমি দাবড়াতে দেখি
-অচেনা এক হাহাকার।

তুমি চলে যাচ্ছ,
চাঁদের বুড়ির দীর্ঘশ্বাসে রাতের আকাশে আমি শুনি,
-এক পরিযায়ী পাখির বিকট বিলাপ।

তুমি চলে যাচ্ছ,
তাই নদীর বুকে আমি দেখি,
-নদীর ডুবে মরে যাবার গোপন সাধ।

তুমি চলে যাচ্ছ,
ভুল প্রার্থনায় আমার সারাদিন,
-ভুল হয়ে যায় অহরহ।

মনোলীনা,
তুমি চলে যেতে যেতে
রেখে যাও আমার কাছে,
-অচেনা হাহাকার,
বিকট এক বিলাপ,
মরে যাবার গোপন সাধ,
আর আমার সারাজীবনের ভুল।

মনোলীনা,
এই ভাবে বারবার চলে যেতে যেতে
আমাদের বয়স বেড়ে যাবে,
তারপর, তারপর একদিন আমরা দুজনেই
মাটিতে মিশে যাব।

মনোলীনা,
মানুষ মরে গেলে তাদের স্মৃতিগুলো গাছ হয়ে জন্মায়।
আর এই জন্যই তুমি চলে গেলে,
-বাকি জীবন আমি গাছদের সাথেই থাকব।
———————-
রশিদ হারুন
০৯/০৮/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩০

নুরহোসেন নুর বলেছেন: "তুমি চলে যাচ্ছ,
ভুল প্রার্থনায় আমার সারাদিন,
-ভুল হয়ে যায় অহরহ।"
আহাঃ তুমি চলে যেওনা!!

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

২| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট স্ট্যাঞ্জা খুব ভালো লিখেছেন।

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৩| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.