নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পিতৃঋণ-১৪

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩


বাবার মৃত্যুর পর
তার পুরোনো একমাত্র হাতঘড়িটা
বহু বছর ধরে পড়েছিল মায়ের কাঠের আলমারিতে।
ঘড়িটার চাবিতে অনেককাল ধরে দম না দিতে দিতে বিকল হয়ে গেছে।
আমি কিছুতেই পারলাম না ঘড়িটা চালু করতে,
এমনকি কোনো ঘড়ির কারিগরও পারলো না।
যেভাবে পারেনি সেদিন কোনো ডাক্তার
বাবার অচল বুকটা সচল করতে।

আমি এখন দুহাতে দুটো ঘড়ি পরি।
একটি সচল আর তার সাথে বাবার বিকল ঘড়িটা।

আজকাল সময় পেলেই
আমি বাবার ঘড়িটার কাঁটার দিকে তাকিয়ে থাকি দীর্ঘক্ষণ ধরে,
যদি হুট করে কোনো একদিন
বিকল ঘড়িটার কাঁটা চলতে শুরু করে
-সেইদিন আবার যত্ন করে
ঘড়িটা মায়ের কাঠের আলমারিতে রেখে দেবো।

যখনই কেউ আশ্চর্য হয়ে জানতে চায়
-দু’হাতে দুই ঘড়ি কেনো পরি?
কী উত্তর দিবো?
আমি জানি না!
সত্যি আমি জানি না এর উত্তর।

আমি শুধু একটি সত্যি জানি
-এটা আমার মৃত বাবার হাতঘড়ি।
————————
র শি দ হা রু ন
০৩/১২/২০২০

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: একদম বুকে এসে লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.