নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একযুগ আর একটি জোনাকি

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১

আমার বন্ধু শাহেদ গভীর ঘুমের মাঝে হঠাৎ করেই হাঁটা শুরু করতো।
এই ঘুমের মাঝেই হাঁটতে গিয়ে একযুগ আগে সে যখন আর ফিরলো না
সবাই ধরে নিয়েছিলাম সে আর ফিরবে না কখনোই।
অথচ এক গভীর রাতেই অকস্মাৎ শাহেদ ফিরে আসলো
বহু দিনের না কাটা লম্বা চুল-দাড়ি নিয়ে।
তার সন্ন্যাসী ভাবের চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো
-সে আসলে এখনো বাড়ি ফিরেনি!
তবুও আমি তার কাছে জানতে চেয়েছিলাম,
কোথায় ছিলো সে এতোদিন?
শাহেদ এমনভাবে বললো
যেনো কিছুই হয়নি
-গভীর রাতে ঘুমের মাঝে বারবার একটি জোনাকি পোকা তাকে ডাকছিল,
তাই ঘুম থেকে জেগে সে সেই জোনাকিটি খুঁজতে বের হয়েছিলো,
অনেক খোঁজাখুঁজি করেও যখন সে জোনাকিটি আর পেলো না
তারপর হঠাৎ করেই একদিন আবার তার মনে হয়েছে
জোনাকিটি হয়তো তার বিছানায় বসে আছে তারই অপেক্ষায়।
শুধু জোনাকিটির জন্য সে ফিরে এসেছে বাড়িতে,
সেই জোনাকিটির আলোতে সে একবার শুধু দেখতে চায় তার নিজের ছায়া!
আমার জানতে চাওয়া উচিত হয়নি,
বড় ভুল করেছি বন্ধুর কাছে জানতে চেয়ে
-তারপর থেকে শাহেদ ঘুমালে
আমি সারারাত বসে থাকি তার বিছানার পাশে
সেই জোনাকিটির অপেক্ষায়;
জোনাকির আলোতে আমারও ছায়াটি দেখবো বলে।
এক একজন মানুষ সারাজীবন ধরে শুধু খুঁজে বেড়ায়
-শেষ রাতে উড়ে যাওয়া তার স্বপ্নগুলো
আর উড়ে যাওয়া তার একজীবন।
——————
র শি দ হা রু ন
৩০/১২/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

মেহেদি_হাসান. বলেছেন: অনেক ভালো লেগেছে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আমারও শাহেদ নামে একজন বন্ধু আছে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমার বন্ধু শাহেদ

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৫

হাসান ইমরান বলেছেন:

ওয়াও, পড়তে পড়তে শাহেদের সাথে ঘুরে এলাম যেন....
যেন হেঁটে এলাম সুদূর দিগন্তে মিলিয়ে যাওয়া এক অন্তহীন পথে যেখানে মানুষ নেই,যেখানে শুধু জোনাকির আলোয় মানুষের ছায়া দেখা যায়।

লিখতে থাকুন। ভালো লাগলো ।

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৪

আমি সাজিদ বলেছেন: মুগ্ধতা জানিয়া গেলাম। নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.