নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জলে ভিজা তোমার চিঠির ঘ্রাণ

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭


একটু বৃষ্টিতেই সবকিছু ডুবে যায় তোমার মহল্লার,
রাস্তাঘাট,বাড়িঘর সব কিছু,
একেবারে সবকিছু।
তার সাথে ধুয়ে মুছে হারিয়ে যায় তোমার বাড়ির রাস্তায় পড়ে থাকা ছোট বড় আমার সব অপেক্ষা।

আমি যখনই পা বাড়াই তোমার বাড়ির দিকে
তখনই গোপন ষড়যন্ত্র শুরু হয় তোমার মহল্লায়।
কালো মেঘ জমতে শুরু করে তোমার মহল্লার ছোট্ট আকাশে,
সেই সময় প্রতিবারই একটা কাক ঠিক আমার মাথার উপরে বিকট শব্দে কা-কা চিৎকার করে উঠে।
আচমকা এক অসভ্য রাগী বাতাস ফুঁসতে থাকে মহল্লার দেওয়ালে দেওয়ালে,
রাস্তায় শুয়ে থাকা এক অলস কুকুর বাতাসের ভয়ে আশ্রয়ের খোঁজে দৌড়ে পালায় তোমার বাড়ির সিঁড়ির ঘরে।
একই ডানা ভাঙা লাল ঘুড়ি
পথ হারিয়ে বারবার আছড়ে পড়ে আমার মাথার উপর।
তারপর
তারপরই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি,
ঠিক সেই সময়ই তোমার জানলা দিয়ে বাতাসে ভেসে আসে করুণ রবীন্দ্রনাথ।

আমার বুকের বাক্সবন্দী কান্না হঠাৎ করে বাক্স থেকে বের হয়ে উড়তে গিয়ে আছড়ে পড়ে রবীন্দ্রনাথের সুরে সুরে,
সেই করুণ সুর আর কান্নার জল বৃষ্টির সাথে মিশে ডুবিয়ে দেয় তোমার মহল্লা
আমিও ডুবতে থাকি সেই জলে,
আর বুক পকেটে ভিজতে থাকে তোমার লেখা শেষ বিচ্ছেদের চিঠিটি।

তোমার বাড়ির দরজা পর্যন্ত
আমার আর যাওয়া হয়না অনেক কাল।
তোমার মহল্লা প্রতিবারই ডুবে যায় আমার বুকের বাক্সবন্দী কান্নায়।

সেই জলে ডুবে মরি আমি বারবার,
সাথে মরে মহল্লার রাস্তায় রাস্তায় পড়ে থাকা আমার সব অপেক্ষা,
একটি কাক,
একটি কুকুর
আর ডানা ভাঙা একটি লাল ঘুড়ি।

নয়শো তিপান্ন দিন যাবত তোমার মহল্লায় বাতাসে বাতাসে ভেসে বেড়ায়
বৃষ্টির জলে ভিজে যাওয়া
আমাদের বিচ্ছেদের চিঠির ঘ্রাণ।
——————————
র শি দ হা রু ন
১৮/০৩/২০২১

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:২৭

সুনীল সমুদ্র বলেছেন: বাহ ! অসাধারণ সুন্দর কবিতা !
কবি শামসুর রাহমান, আবিদ আজাদ-এর সময়কালের গদ্য-ছন্দের কবিতাগুলোর কথা মনে করিয়ে দিল .... ।

১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।উৎসাহ পেলাম

২| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালোথাকবেন

৩| ১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: চমকপ্রদ কথার সমারোহ।

১৯ শে মার্চ, ২০২১ রাত ১:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই
ভালোথাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.