নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঢাকা শহরের শেষ মাথায় ভাগাড়ে উড়ন্ত একটি কাকের ঠোঁটে
আমার এক জীবনের মৃত আক্ষেপ,
চাঁদপুরের ডাকাতিয়া নদীর জলে ডুবে থাকা একটি ইলিশের চোখে
আমার এক জীবনের সুখ স্বপ্ন,
বাসের দরজায় ঝুলতে ঝুলতে বারবার পুরো ঢাকা শহর চক্কর দেওয়া
আমার একজীবনের জমানো সব উপেক্ষিত ছায়া,
উত্তর যাত্রাবাড়ির দশ বাই বারো ফুট ঘরের দেয়ালে মাকড়সার জালে আটকে যাওয়া
আমার এক জীবনের বন্দি আমি।
চারদিকে এত টুকরো টুকরো আমার এক জীবন আর আমি
-পড়তি বেলায় হাহাকারের সুঁই সুতো দিয়ে সেলাই করতে করতে ভুল ফোঁড়ে আগ-পিছ হয়ে যায়
আমার সেই এক জীবন আর আমার আমি,
মিলাতে পারিনা তাদের কোনোকিছুই ঠিকমতো।
আমার এই এক জীবনে শুধু মিশে যায় ধার করা কিছু জীবন
আর ধার করা খণ্ডিত আমি।
আমার ছড়ানো ছিটানো সব জীবন আর সকল খণ্ডিত আমি
একসাথে যোগ করেও হয়না
আস্ত একটা জীবন
আর
আস্ত একটা আমি।
হিসাব বুঝেনা অঙ্কে শূন্য পাওয়া আমার নির্বোধ মন।
তাই হিসাব মিলাতে পারেনা এই পড়তি বেলায়
এখনো কতটা জীবন
আর কয়টা আমি যোগ করলে যোগফল হবে
-আমার আস্ত একজীবন
আর
আস্ত একটা আমি।
------------------
র শি দ হা রু ন
০৫/০৪/২০২১
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর। আবেগ আছে।