নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজকাল আমার খুব ইচ্ছে জাগে ঢাকা শহরে রাজপথের দেওয়ালে দেওয়ালে কবিতা লিখতে,
স্লোগানের মতো ভরে দিতে এই শহরের পুরো দেওয়াল,
ঢাকা শহরের সব দেয়াল যদি আমার কবিতায় ভরে যায়
তাহলে কি কারো বেশি ক্ষতি হয়ে যাবে?
শহরের চলন্ত মানুষজনদের
কেউ হয়তো দু' এক লাইন পড়বে,
আবার কেউবা মনে করবে
কাগজের ঘাটতি পড়ছে ঢাকা শহরের কবিদের জন্য!
এই শহরের সবাই মনে করে,
রাজপথের দেওয়ালে শুধু বিপ্লবীদের কথা আর তাদের স্লোগান লেখা হয়।
তবু কখনো যদি আমি লিখি শহরের রাজপথের দেওয়ালে দেওয়ালে,
আমি শুধুই লিখবো অভিমানের কবিতা।
একটা উদাহারণ দিচ্ছি,
-ধরুন লিখলাম-
" রাজপথে শুয়ে আছে
সরকারী লাইসেন্স ছাড়া বিশাল এক অভিমান,
ট্রাফিক পুলিশ এই মামলার নতুন ধারা খুঁজে খুঁজে হয়রান।”
অথবা লিখলাম-
“ গাড়ির নিচে গোপনে চাপা পড়ে
মরে যায় বিষণ্ন সব জোনাকি,
পূর্ণিমার চাঁদ আজ ঘরে বসে
শোক করে একাকী।''
ঢাকা শহরে রাজপথের দেওয়াল আজকাল কথা বলা একেবারেই ভুলে গেছে!
আমি অনেকদিন হলো ঢাকা শহরের রাজপথের দেওয়ালের কথার শব্দ পাইনা!
যেদিন অন্তত একজন মানুষ শহরের দেয়ালে দেয়ালে লেখা
আমার এই সব কবিতা পড়ে
তার চোখের জল ফেলবে খুবই গোপনে,
-সেদিন থেকে এই শহরের রাজপথের দেওয়াল
আবার কথা বলা শুরু করবে।
———————————
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- তুমি ছাড়া আমি এক বিষণ্ন চড়ুই
১৩/০৫/২০২০
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতাখানি খুবই ভালো লাগলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৬
ফারহানা শারমিন বলেছেন: খুব ভালো লাগলো। কাব্যগ্রন্থটা পড়তে ইচ্ছে করছে।