নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
বিরক্তিকর জীবনের কাছ থেকে চলে যাবো ঠিকঠাক করে
মনে মনে কতবার যে বিদায় নিলাম,
তবুও যাওয়া হয় না
কোন না কোন এক উছিলায়
থেকে যাই একই জীবনের কাছে।
ভোর বেলা চলে যাবো ঠিক করে ঘুমোতে যাই মধ্যরাতে!
সকাল বেলা ঘুম ভাঙতে তাই দেরি হয়ে যায়।
সেদিন আর যাওয়া হয়না প্রচন্ড আলসেমিতে।
কিংবা দিনের বেলাই চলে যাবো বলে ঠিক করে
অযথাই অপেক্ষার বসে থাকি সারাদিন,
কোনো এক বন্ধুর জন্য।
একদিন পূর্ণিমার রাতে জীবনের কাছ থেকে বিদায় নিতে বাড়ির ছাদে উঠেছিলাম জোনাকির মতো আকাশে উড়বো বলে।
বলা নেই কওয়া নেই, আচমকা অচেনা এক মায়া পড়ে গেলো সেদিনি
ক্লান্তিকর এই জীবনের জন্য!
চলে যাবো বলে
ট্রেন মিস করি বারবার।
তাইতো সারাদিন পথে ঘাটে টো টো করে ঘুরে বেড়াই,
রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি,
আবোল তাবোল কবিতা লিখি
-একঘেয়েমি জীবনটাকে ফাঁকি দেওয়ার জন্য।
কোথাও যাবার জায়গা নেই বলে রাত হলে আবার ফিরে আসি সেই একই জীবনের কাছে।
যাবো যাবো বলে আর যাওয়া হয় না,
তাইতো ত্যাক্ত বিরক্ত হয়ে জীবন আমাকে ডেকে বললো,
“তুই দেখে নিস
তোকে একদিন সময় মতো বিদায়ের ঠিক ট্রেনই ধরিয়ে দিবে।
—————
র শি দ হা রু ন
০৭/০৪/২০২২
১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সারমর্ম কিছু বুঝতে পারলামনা।
১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম হয়।
১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩১
সাগর কলা বলেছেন: - কবিতা অনেক ভালবাসি। কিন্তু এমন কবিতা বড় কষ্ট লাগে।
১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।