নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সময় সব ঠিক করে রাখে

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৮


সময় সব ঠিক করে রাখে
কখন কী করতে হবে !
তা নাহলে জীবনের এতো কাজ থাকতে
আমি মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো কেন একাকী?

সমতলে সংসারে আমার জন্য অপেক্ষায় থাকে. অসংখ্য মানুষ,
আর সারাদিন আমাকে ডাকে সেই সব মানুষের ভেতরের লোভ, হিংসা, ঘৃনা, মায়া মমতা আর ভালোবাসাগুলো ।

আমিতো এই সব কিছু নিয়েই
সংসারে এক জীবন পার করে দিতে পারতাম।
অথচ সময় আমাকে প্রায়ই একাকী পাহাড়ের চূড়ায় বসিয়ে রাখে।

পাহাড়ের চূড়ায় উঠে বসলেই আমি শুনতে পাই
বুকের ভেতরে জেগে উঠা এক নারীর ডাক।
সেই ডাকে আমার শরীরের ভেতরের একজন পুরুষ জলে ডুবতে থাকে,
মাছের মতো ভাসতে থাকে আমার শরীরের জলে সেই নারীর শরীর।
আর বারবার সেই জল থেকে পুরুষটিকে টেনে তুলে নারীটি প্রচণ্ড কামনায়।

আচমকাই টের পাই এই বুকে
সময় আমাকে পাহাড়ের চূড়ার যতই উপরে টেনে নিয়ে যাক না কেন,
আমি একেবারেই সাধারণ সংসারী পুরুষ।

সময় সব ঠিক করে রাখে
কখন কী করতে হবে!
তবুও কেন যে মনে হয়
মাঝে মাঝে সেই নারীর আলিঙ্গন থেকে থেকে মুক্ত হয়ে
ঘরের দরজা জানালা খুলে আমাকেও দেখে নিতে হবে পৃথিবী।

শুধু কি আমি একাই
নাকি পৃথিবীর আরো কিছু পুরুষ মানুষও
পাহাড়ের চূড়া থেকে নেমে
এখনো সংসারে পড়ে আছে
আমারই মতো সাধারণ সংসারী মানুষ হয়ে।
——————
র শি দ হা রু ন
১০/০৪/২০২২

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: আমিও আগে ভাবতাম সময় সব ঠিক করে দিবে। কিন্তু দেয় না।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ২:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হয়তো আপনার কথাই সঠিক

২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪

সাগর কলা বলেছেন: - বড্ড কঠিন হয়ে গেছে ভাইয়া।

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সামনের বার চেষ্টা থাকবে সহজের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.