নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মাতৃঋণ -২

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০


আজ সন্ধ্যাবেলার অসময়ের ঘুমে এক বেখাপ্পা স্বপ্নে বৃষ্টিতে ভিজলাম!
অথচ কী আশ্চর্য,
সেই স্বপ্নে আশেপাশের কারো শরীরেই বৃষ্টির একফোঁটা জলও স্পর্শ করেনি;
শুধু আমি ভিজে একাকার!

সবাই আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল।
রাস্তায় যাকে পাচ্ছিলাম তাকেই ডেকে
কেবলই একটা বাড়ির খোঁজ জানতে চাইছিলাম।
সবাই আমার দিকে একপলক তাকিয়ে‌ই পালিয়ে যাচ্ছিল জলে ভেজার ভয়ে।

এমন সময় ঠিক আমার মৃত বাবার চেহারার মতো দেখতে একজন মাথায় ছাতা এগিয়ে জানতে চাইল,
‘বাবা, এই অসময়ের জলে ভিজলে তুই আকাশ পাতাল জ্বরে ভুগবি,
তারচেয়ে বরং আমার ছাতাটার নিচে আয়, দু’জনে মিলেই সেই বাড়ির রাস্তাটা খোঁজ করি।’
এতটুকু বলেই তিনি ছাতাটা আমার মাথা বরাবর এগিয়ে দিলেন।
স্বপ্নে আমরা দু’জনে মিলে সেই বাড়ি খুঁজছি,
এক সময় বাবার চেহারার মতো মানুষটি জানতে চাইল কার বাড়ি খুঁজছি?
আমি কি বলেছিলাম স্পষ্ট মনে করতে পারছি না,
শুধু মনে আছে একটি বাক্য
- মা যে কোন বাড়িতে থাকে এখন?
আশ্চর্য ঘুম ভাঙার পর দেখি পুরো বিছানায়ই ফোঁটা ফোঁটা জলে ভেজা!
মাঘের শীতের ‌সন্ধ্যাবেলার ‌অসময়ে ঘুমে এমন অর্থহীন স্বপ্নে এইটুকু বুঝেছি-
‘মা, তোমার হাতের একটু স্পর্শের জন্য আমি পৌষের শীতের সন্ধ্যা রাত্রিতেও
দমকা ঝুম বৃষ্টির জলে ভিজেও রাস্তায় রাস্তায় তোমাকে খুঁজতে পারি।
তুমি তোমার বাড়ির ঠিকানা আমাকে দাও সন্ধ্যাবেলার এই অসময়ের স্বপ্নে।

মা,
এক বছরতো কাটিয়ে দিলাম তোমাকে ছাড়া
অথচ তোমার অভাবে আমি এখনো আত্মহত্যা না করে
দিব্যি সন্ধ্যাবেলার স্বপ্নে বৃষ্টির জলে ভিজতে ভিজতে
তোমার খোঁজ করি মৃত বাবাকে সাথে নিয়ে!
এখনো ঘুমের মাঝে কেঁদে উঠি তোমার শাড়ির আঁচলের জন্য,
ঘুম ভেঙে গেলে কান্নার জলে ভেজা বিছানায় শুধু তোমার শেষ নিশ্বাসটুকুর ঘ্রানে আমার শরীরও ভেজা থাকে।

মা,
আমি ইচ্ছে করেই প্রতি সন্ধ্যায় অ‌সময়ে ঘুমিয়ে পড়ি স্বপ্নে শুধু তোমাকে খুঁজবো বলে।’
——————-
র শি দ হা রু ন
৮/০৩/২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: মায়ের কবিতায় ভালো লাগা ++

সকল মায়ের জন্য দোয়া ও ভালোবাসা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: আমার প্রায়ই মনে হয় আপনার কবিতা গুলো আমার লেখার দরকার ছিলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.