নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কবি হতে না পারার পাঁচ নং ঘটনাটি

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১০


আমি কবি হওয়ার স্বপ্ন বহুকাল যাবত বুকে পালছিলাম।
নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম অসামাজিক ভাবে।
অনেকদিন ধরে হাত পায়ের নখ, চুল-দাড়ি কাটতাম না।
কবি হওয়ার প্রস্তুতিতে এক বিপন্ন বিষন্নতায় জীবনকে উপভোগ করছিলাম তখন।

সেই সমেয়ই প্রথম কবিতা লিখলাম ঘরের একমাত্র আয়নার গায়ে- কালোকালির মার্কার কলম দিয়ে।
একটি শব্দে-
“ঈশ্বর!”
সারাদিন ঘুরেফিরে অনেকবার ঘরের আয়নাটা দেখতাম।
নিজেকে চিনিয়ে রাখতাম;
সবাই ভুলে গেলেও আয়না যেনো আমাকে ভুলে না যায়।

তারপর ফের একদিন আবার
হাত পায়ের নখ, চুল-দাড়ি কেটে
কোট-টাই পরে দিব্যি সামাজিক হয়ে আবার অফিসে গেলাম।
জ্বি স্যার, জ্বি মহোদয় লিখতে- বলতে সারাদিন পার করলাম।

রাতের বেলায় বাসায় ফিরে যখন আয়নায় তাকালাম-
দেখলাম সেই বড় বড় নখ আর দাড়ি চুলের আগের মানুষটি আয়নায় আটকা পড়ে আছে।
'ঈশ্বর!' লেখাটি জ্বলজ্বল করে যেনো তাকিয়ে আমার দিকে।
আর আমার বিছানায় শুয়ে আছে,
কোট-টাই পরা আমারই চেহারার একজন মৃত মানুষ।

——————————
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে
১৫/০৪/২০২০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: আপনার প্রত্যেকটি কবিতা মনে হয় শুধু আমিই পড়ি।

আপনার প্রত্যেকটি কবিতা অনেক সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিদা।।।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার প্রতিটি কবিতাই অনবদ্য। এটাও মন ছুঁয়ে গেল।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.