নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক হতে গেলে স্ট্রেইট বলতে হয়

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪


মনোলীনা,
প্রতিদিন সকাল থেকে তোমার বাড়ীর ঠিক উল্টোদিকের রাস্তায় দাড়িয়ে থাকি।
দাড়িয়ে থাকতে থাকতে -
কোনদিন ল্যাম্পপোষ্ট হয়ে যাই,
কোনদিন গাছ,
অনেক সময় পাহাড় হয়ে যাই,
রোঁদে হয়ে যাই পিচ্ পোড়া রাস্তা,
বৃষ্টিতে নদী হয়ে যাই,
বাতাসে উড়ন্ত ছেড়া কাগজ।

এতেও কাজ হবে না ভেবে,
মাঝে মাঝে গলির মাস্তান কুকুর হয়ে যাই,
পাহারা দে‌ই তোমার বাড়ীর দরজা,
কোন অপরিচিত মানুষ যেনো দরজায় টোকা না দেয়,
অনেক সময় লোভী বিড়ালের হয়ে
জানালায় উকি দেই।

তারপর কিছু সময়ের জন্য কবি হয়ে
তোমার বাড়ীর রাস্তা আর দেয়ালের প্রতিটি ইঞ্চিতে কবিতা লিখি মনে মনে,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।

শুধু শুধু ল্যাম্পপোষ্ট , গাছ, পাহাড় , নদী , ছেড়ে কাগজ ,কুকুর , বিড়াল আর কবি হয়ে লাভ নেই,
তোমাকে আর ভালোবাসা হবে না কোনদিন,
ভালোবাসতে হলে প্রেমিক হতে হয়।
প্রেমিক হতে গেলে স্ট্রেইট বলতে হয়।

মনেলীনা,
অনেক হয়েছে,
তুমি বাড়ীতেই থেকো,
আজ প্রেমিক হয়ে তোমার দরজায় কড়া নেড়ে স্ট্রেইট বলে ফেলবো,
“ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি”।
——————
রশিদ হারুন
০৭/০৮/২০১৯

কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একেই বলে খাসা ভালবাসা।
ভালবাসার সুন্দর লেখনী--- আরো লিখুন ---

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

বিজন রয় বলেছেন: স্ট্রেইট বলবো............ ভালোবাসি!!

সুন্দর মায়াবী কবিতা।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ট্রেইট ভালোবাসি বললে অনেক সময় স্ট্রেইট মার খেতে হয়।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সামু ব্লগে যারা কবিতা লিখেন, তাদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে আপনার কবিতা।

২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ট্রেইট ভালোবাসি বললে অনেক সময় স্ট্রেইট মার খেতে হয়।


চিন্তামহাশয় এর এই কথাটি আমিও বলতে চেয়েছিলাম। আমার আগেই উনি বলে ফেলেছেন। উনাকে অভিবাদন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.