নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ভাবছি একটা মুভি বানাবো - মুভির নাম "শুধু গরীবরাই কেন মারা খায়?"

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮


আমাদের দেশের কিছু মানুষ বিশেষ করে হালাল ভাবে সৎ উপার্জন যারা করেন তারা কত খারাপ অবস্থাতে আছেন তার একটা জ্বলজ্যান্ত উদহারন দেই। একজন মাঝবয়সী লোক। ফরমাল গেট আপ।কপালে চিন্তার ভাজ পড়েছে। মুখটি শুকনো। তিনি চিন্তিত না ক্ষুধার্ত বুঝা যাচ্ছিলো না। চট্টগ্রামে স্যানমার ওশান সিটির একটি আগে জি ই সি ওভার ব্রিজের নীচে একটি টং দোকান বসে প্রতিদিন। এখানে আরও ২০টির মতো টং বসে। কিন্তু যে টং এর কথা বলছি সে টংটি স্পেশাল। কারণ সে টং এ একটা ব্যানার ঝুলিয়ে রাখছে টং ওয়ালা। ব্যানারে লেখা, "টাকা না থাকলে চুপি চুপি খেয়ে নিন, শুধু চা খেয়ে কাপটি দিয়ে যাবেন"। তো যে মাঝবয়সী লোকের কথা বলছি তার পকেটে টাকা নাই।তিনি টং এর সামনে দাঁড়িয়ে খাবেন কি খাবেন না দ্বিধায় আছেন। টং ওয়ালা কে আসলেই ক্ষুধার্ত কিন্তু টাকা নেই সেসব মানুষদের চিনতে বেশ অভিজ্ঞ। লোকটির দিকে - ১টি কলা ও একটি বাটারবান এগিয়ে দিল। ফিসফিসফিস করে বললো টাকা দিতে হবেনা।
এই লোক সিগারেটও খান। ঐ মুহুর্তে আমার প্যাকেট ৭ টি বেনসন লাইটস ছিল। দিয়ে দিলাম। এ শুধু একজন মধ্যবিত্ত মানুষের কথা বললাম। এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষুধার্ত অবস্থায় খালি পকেটে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহু আর রাজ্জাক তাঁর কোন সৃষ্টিকে না খাইয়ে রাখেন না। কিন্তু নির্মম দারিদ্রতা আমার দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত দের কি পরিমাণ কষ্ট দিচ্ছে তা নতুন করে বলার প্রয়োজন পড়েনা।

এইবার এই ছবিটি দেখুন। টিভি - পত্রিকা - ফেসবুকে অলরেডি সবাই দেখেছেন যে, দূর্বিত্তরা একটা ট্রেনে আগুন দিয়েছে। সে ট্রেনে জ্বলন্ত আগুনে পুড়ে মরে গেসে ৫ জন। ছবির লোকটি জানালা দিয়ে বের হতে যাচ্ছিলেন। শরীরের অর্ধেক বের হয়েছে বাকি অর্ধেক আগুনে পুড়ছে। ফেসবুকে পড়লাম একজন জ্বলন্ত ট্রেনের ভেতর থেকে বের হচ্ছেন না, তার স্ত্রী ও সন্তান পুড়ে গেছেন তাই তিনিও বাঁচতে চাননা।

উপরের ২ টি ছবির ১টিতে একজন টং ওয়ালা মানুষ রূপী ফেরেস্তার ভুমিকা পালন করছেন অন্য ছবি এই মানুষ নামধারী কিছু জানোয়ার অহেতুক কিছু অসহায় মানুষকে পুড়িয়ে মারছে। যারা আগুন দিয়েছে তারা কোন টং দোকানের আড্ডাবাজ নয় ওরা কোন রাজনৈতিক দলের প্রভাবশালী ধনী ক পরিচয় ওয়ালা লোক। এরা মৌলবাদী জামাত অথবা হেফাজত হওয়ার সম্ভাবনা সবচেয়ে। তবে বিএনপি অথবা স্বয়ং আওয়ামী লীগ কেও হলেও হতে পারে।

ভাবছি একটা মুভি বানাবো। মুভির নাম হবে - "শুধু গরীবরাই কেন মারা খায়?"

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

নতুন বলেছেন: দেশের রাজনিতিকরা নৈতিকতার ধার ধারেনা।

যখন সাগর-রুনীর খুনিদের ধরতে আইন সংস্থার এতই কস্ট হয়।
যখন এতো আগুন সন্ত্রাস হয় কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনা...

তখন এটা কে করেছে সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে... /:)

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের রাজনিতিকরা নৈতিকতার ধার ধারেনা।

এটাই বুঝাতে চাচ্ছি ব্লগে কেউ বুঝতে চাচ্ছেনা। এসব ফালতু রাজনীতিক দের চেয়ে মাহিয়া মাহিরা অনেক ভালো।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: শুধু গরীবরা কেন মারা খায়?
বানান।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওটা কথার কথা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

বিজন রয় বলেছেন: "শুধু গরীবরাই কেন মারা খায়?"

এটা তো চিরন্তন নিয়ম।

এই নিয়ম যতটা্ কমানো যায়, সেটা নিয়ে চিরন্তন লড়াইও চলছে আদি কাল থেকে।

তবে বাংলাদেশের কথা আলাদা।
এখানে খুব খারাপ অবস্থা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে, এখানে তাঁকে খুঁজিয়া পাওয়া যাবে না।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: ভালো কাজের হোটেল এর যে ছবিটি দিলেন ওরকম ঢাকার তেজগাঁওতে সাত রাস্তা মোড়ের আগে দেয়ালে আছে।
আপনার চোখে পড়তে পারে।

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকেই এমন উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্ম। ওদের স্যালুট।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অমানুষ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: এরা অমানুষ শুধু নয় জানোয়ার এর চেয়েও খারাপ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: মানুষের মাঝেই অমানুষের বাস

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: অমানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতো।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: দেশের রাজনিতিকরা নৈতিকতার ধার ধারেনা।

এটাই বুঝাতে চাচ্ছি ব্লগে কেউ বুঝতে চাচ্ছেনা। এসব ফালতু রাজনীতিক দের চেয়ে মাহিয়া মাহিরা অনেক ভালো।


আপনি মিডিয়ার মানুষ বলেই মাহী কে সর্মথন করছেন।

তিনিও ক্ষমতায় গেলে দেশ বা জনগনের জন্য কিছু করতে পারবেনা।

মাশরাফির কথা বাত্রায় কিছুটা বিনয়, আন্তরিকতার আভা আছে, সম্ভবত তিনি তার সাথ্যমতন ভাল কিছু করার চেস্টা করেছেন। সেটা তার এলাকার মানুষ বলতে পারবেন।

সাকিব সম্ভবত নিবার্চত হয়ে বেশিরভাগ সময় আমেরিকাতেই কাটাবেন এবং তার বন্ধু/আত্নীয়রাই এমপি গিরি করবে এলাকাতে...

মাহীও এমপি হলে সংসদের সৌন্দর্য বাড়ানো ছাড়া খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না।

০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই মিডিয়া থেকে গেসে তাই বলে বলছিনা, মাহিকে আমি খুব ভালো করে চিনি। সে দেশকে ভালোবাসে। অসৎ কোন কিছু করবে বলে মনে হয়না। দুষ্ট লোকদের চেয়ে সে ভালো নয় কি?

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


কাল ভোট দিচ্ছেন?

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দিয়ে দিসি।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০২

জ্যাক স্মিথ বলেছেন: আমিও মাঝে মাঝে ভাবি রাজনৈতিক নেতারা গরীবের জন্য কাজ করে একসময় ফুলে ফেপে কলাগাছ হয়ে যায়, কিন্তু গরীব গরীবই থেকে যায়। আসলে কথায় বলে না 'গরীব হলে কত জ্বালা'।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: গরীবের চেয়েও মধ্যবিত্ত হলে বেশী জ্বালা।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: আমার ভাবতে ভালো লাগে- একদিন আমাদের দেশে কোনো গরীব থাকবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা কি সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.