নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

পাখিটার এমন স্বভাব নিজের অভাব পূরণ করে নিজের মত পাখিটা হাসে খেলে অন্তরালে সুনিপূন করে কত

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৩


অনেকের একটা ভুল ধারণা আছে যে, মেয়েরা লোভী।তারা পয়সা ওয়ালা ও বাড়ি গাড়ি ওয়ালা ছেলে ছাড়া প্রেম বা বিয়ে করেনা। আপাতদৃষ্টিতে কথাটা সত্যি হলেও - সার্বিক পরিস্থিতি বিবেচনায় কথাটা সবার ক্ষেত্রে সত্যি নয়।যেসব মেয়ের ব্যক্তিত্ব আছে তারা নিজের ভালোলাগাকে অর্থ সম্পদের জন্য সেক্রিফাইজ করবেনা। তবে এটা সত্য ৮০% মেয়ে ধন সম্পত্তি কিংবা এস্টাবলিশমেন্ট দেখে বিয়ে করে। এবং সেটা যৌক্তিকও। একটি মেয়ে হুদাই কপালে দু:খ-কষ্ট কেন টেনে নিবে?কিন্তু ব্যক্তিত্ববান মেয়েদের প্রেমে পড়ার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তখন পয়সাকড়ি মেটার করেনা। তাদের কাছে দেখে ভালো লাগাটাই মূখ্য। একটি ছেলেকে দেখে অথবা ছেলেটির এটিচুড মেনারস বিহেভিয়র কিংবা যেকোনো গুণ যদি তাকে মুগ্ধ করে তবে সে ইমপ্রেস হবেই।

কিছু মেয়ে আছে খুবই ইউনিক। এরা সিম্পলিসিটি পছন্দ করে। এরা সিম্পলিসিটির মধ্যেই মুগ্ধতা খুজে পায়। এরা নেচারালি বিউটি। মেকাপ টেকাপ ইউজ করেনা। এরা জন্মগত ভাবে খানদানি। ফকিন্নি গুলো ক্লাসলেস। এরা পয়সা দেখে প্রেমে পড়ে।ফকিন্নি বলতে এখানে গরীব বুঝানো হয়নি। আমি নিজেও গরীব। - ফকিন্নি বলতে ছোট মানসিকতার মেয়েদের বুঝানো হয়েছে - যারা বেটার অপশন পেলে আগের প্রেমিককে ছেড়ে চলে যায়।টাকা পয়সা দেখে প্রেমের অভিনয় করে।

আর সিম্পলটাই ক্লাসি।“Simplicity is the ultimate sophistication.”? সিম্পলিসিটি লাইক করে এমন প্রেমিকা/বউ পাওয়া আসলেই ভাগ্যের। কয়েকদিন আগে আমি ২য় প্রেমিকার কথা লিখছিলাম। তখন জব ব্যাবসা কিছুই নেই।পুরাই বেকার।প্রথম ব্রেক আপের পর ৩ বছর বেকার ছিলাম। তখন ২য় প্রেমিকার প্রেমে পড়েছিলাম। প্রেম চলাকালীন একদিন সে বলল ঘুরতে বের হতে। আমি বলছি টাকা নাই। ও বলছে বের হতে টাকা লাগে নাকি? জিজ্ঞেস করলাম তাহলে কি লাগে? বলে বাইকে তেল আছে? বলি যা আছে তা দিয়ে ২০/২৫ কিলো চালানো যাবে। সি আর বি আসতে বলল। গেলাম। জিজ্ঞেস করল পকেটে আছে কত? বললাম ৫০০। আরে এটা দিয়ে ২ দিন ডেট করা যাবে। একটা বাংলা হোটেলে ঢুকলাম। ছুলা পিয়াজু আর চা খেলাম। একটা চা এর অর্ধেক পিরিচে ঢেলে, কাপটা আমার দিকে আগাইয়া দিল। বলে খাও। ৫ টা বেনসন লাইট ২ জনে শেয়ার করে পুরা সন্ধ্যা পার করে দিলাম। রাত ৮ টাই ফুটপাতেই সে ফুসকা আমি চটপটি খেলাম। তাহলে চুলা পিয়াজু ৩০ টাকা + চা একটি ৭ টাকা + বেনসন লাইট ৫ টি ৬০ টাকা, ফুসকা ও চটপটি ২ প্লেট ৪০ টাকা। মোট ১৩৭ টাকায় ডেটিং শেষ। অনেকে মনে করবে সে আনস্মার্ট বা অসুন্দর। তাই ছবিটি দেয়া। ওরে গরীব অসুন্দর মনে করার সুযোগ নেই।

অনেক মেয়েরা টাকা ওয়ালার প্রেমে পড়ে। জীবনে চলতে গে টাকা পয়সা ছাড়া সারভাইব করা অসম্ভব। তবে টাকা নাই দেখে কাউকে রিজেক্ট করা কারও সাথে প্রেমের সম্পর্কচ্ছেদ করা ক্লাসলেস মেয়েদের লক্ষ্মণ। সুখী হতে বেশী টাকার দরকার নাই। মাত্র ১২৭ টাকা দিয়ে সেদিন আমি যেভাবে এনজয় করেছি - ক্লাসলেস মেয়েদের সাথে লাখ টাকা খরচ করে ডেট করেও সে তৃপ্তি পাওয়া যায়না। কারণ ছেলেটির পকেটের পয়সা খরচ হয়ে যাওয়ার পর পরই মেয়েটা প্রেম-মোহ- প্রায়োরিটি দেয়া এগুলো কমে পড়ে যাবে - কারণ মেয়েটি টাকার বা বিলাসিতার প্রেমে পড়েছিল ছেলেটির প্রেমে নয়।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

জ্যাক স্মিথ বলেছেন: বাব্বাহ!! অনেক কিউট তো! B:-)

'মেয়েরা অনেক লোভী' - এই কথাটাই হচ্ছে পুরোপরি একটি ভুল কথা, আসলে জেনারালাইজড করে কোন কিছুই বিচার করা ঠিক নয়। যারা ও কথা বলে তাদের যুক্তিতেই তাদের মা, বোন, স্ত্রী তারাও লোভী। 'অমুক মেয়েটি অনেক লোভী' এটা ঠিক আছে কিন্তু 'মেয়েরা অনেক লোভী' এটা ভুল।

সুখ ভিন্ন জিনিস, টাকা দিয়ে হয়তো আনন্দ কিনা যায় কিন্তু সুখ নয়। স
সুখে থাকতে হলে টাকা নয়, সুখে থাকা জানতে হয়।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু কিছু মেয়েরা লোভী। আর লোভে পাপ পাপে মৃত্যু।

দুইটা মেয়ে হেটে যাচ্ছে। একটি মেয়ে সবুজ ড্রেস পড়া। একটি ছেলে ওর দিকে তাকিয়ে কমেন্ট করছে - জেমসের গান - "সুস্মিতার সবুজ উড়না উড়ে যায় " - মেয়েটিও কম যায়না। সেও জেমসের গান জানে - রিপ্লায় দিল - "ঐ চোকে তাকাইওনা তুমি লুটপাট হয়ে যাবে "। দেখেন কেমেস্ট্রি ক্রিয়েট হয়েছে কিন্তু খুবই কিউট একটা মেটার দিয়ে। ছেলেটি টাকা ওয়ালা না গরীব মেয়েটা জানেওনা।


ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

আলামিন১০৪ বলেছেন: ছবির মালিকের অনুমতি না নিয়ে পোস্টাইছেন?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: না।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

নয়ন বড়ুয়া বলেছেন: এই লেখাতে তো একটা মন্তব্য করেছিলাম বোধই! ডিলেট করে দিলেন নাকি!

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: না ঐ পোস্ট ড্রাফট করছিলাম। আমি পোস্ট দেয়ার ৪/৫ টা ম্যাওপ্যাও আসাতে পোস্ট নীচে চলে গেসিল।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখন আপনার কত নম্বরটা চলছে?
এই গল্পে তো দেখলাম দুই নম্বরটা চলছিল।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ম ২য় ৩য় প্রেম বলে কিছু নেই। প্রতিটি প্রেমই প্রথম। - হুমায়ুন আহমেদ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:



কোনো মেয়ে আপনাকে সবদিক থেকে ডমিনেট করলে, আপনি ব্যাপারটা কীভাবে নেন?

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্মান না পেলে সাথে সাথে বাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৯

জনারণ্যে একজন বলেছেন: গোফরান, কথাটা হুমায়ুন আজাদ বলেছিলেন - হুমায়ূন আহমেদ নন।

"দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম ব’লে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।"

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমিতো জানতাম হুমায়ুন আহমেদ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



পবিত্র হাদিছে আছে
আল গিনা গিনান নাফসে তথা
মনের ঐশ্বৈর্যই পকৃত অশ্বৈর্য ।
যার মন যত পবিত্র সে ততই ধনি ।
রূপ রস সৌন্দর্য আর কারি কারি
সোনা দানা টাকা কড়ি নিয়েও সে
হয়না ধনি, যদি না সে হয় মনে প্রাণে
আর সৎগুনে ধনি ।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪০

সোনাগাজী বলেছেন:



কিশোর বয়সে কোন মেয়ের যদি কাউকে ভালো লাগে, সেই আজীবন মনে থেকে যায়।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু ১ম প্রেমিকার চেয়ে ২য় প্রেমিকা বেশী বেটার হলে ১ম প্রেমিকার জনু আর কষ্ট হয়না।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৫১

ফিনিক্স পাখির জীবন বলেছেন: যখন আমার কিছুই ছিল না, তখন প্রেমে পড়েছিলাম। এখনো তেমন কিছু নেই, প্রেম আছে। যখন বিয়ে করলাম তখনো তেমন কিছু ছিল না। একটা চাকরি হবে হবে। ঠেলতে ঠেলতে আমাকে এতদূর নিয়ে এল, সংসার সামলে নিজের ক্যারিয়ার করল, আমার ক্যারিয়ার দাড় করাল। যখন জব নিয়ে বাইরে আসতে চাইল, আমি না করতে পারলাম না। সব ছেড়ে চলে এলাম। আমার ক্যারিয়ার আবার দাড় করাতে হবে নতুন করে নতুন দেশে। আমাকে এখনো ঠেলে চলেছে সে, নিজের কাজের ফাকে, দুই সন্তান আর সংসার সামলে। ইনশাআল্লাহ আমিও আবার দাঁড়িয়ে যাব হয়ত!
আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি তো অসম্ভব ভাগ্যবান। সত্যি ভালো লাগছে শোনে।

১০| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

হাসান রাজু বলেছেন: আহা সেই ঘোর লেগে থাকা দিনগুলো ।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হাসান ভাই ঘোর লেগে থাকা কোন স্মৃতি মনে এলে ব্লগে লিখে ফেলবেন। ভালো লাগবে।

১১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি আপনার মন্তব্য বা উত্তর জানতে চেয়েছিলাম।
হুমায়ূন আহমেদ বা হুমায়ুন আজাদ এই বিষয়ে কি বলেছেন সেটা জানার আগ্রহ অই মুহূর্তে আমার অন্তত ছিল না ।
আর সেটা জানার ইচ্ছা থাকলে আমি নিজেই google ঘেঁটে বের করে নিতে পারতাম ।
আপনার সহযোগিতা না হলেও সম্ভবত চলতে পারতো ।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: দুর্ভাগ্যবশত ১ম ও ২য় প্রেমিকা কারও সাথেই আমার বিয়ে হয়নি। কারণ আমি ওয়েল স্টাটবলিশ ছিলাম না। আমার বিয়ে হয়েছে পারিবারিক ভাবে। বিয়েটা আসলে কপালের লিখন। আল্লাহ কর্তৃক পূর্বনির্ধারিত। ধন্যবাদ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ওকে।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: কি ব্যাপার? এত খুশি কেন?

১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্য কোন পোস্টের মন্তব্য কি এখানে ভুলে পোস্ট হয়েছে? খুশি কই,?

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বেশির ভাগ মেয়েই লোভী না, অন্তত আমার চোখে যারা পড়েছে এদের মধ্যে মাত্র দুইজনকে আমার মনে হয়েছিল, মেয়েরা অমন বলে না লোকে, ঠিক তেমন। বাকিদের মনে হয়েছে, যাকে ভালোবাসে বা যার সংসার করছে, তার টাকা পয়সা সেভের চিন্তাই করে, বরং খুব খারাপ পরিস্থিতিতেও মানিয়ে নেয়ার চেষ্টা করে।

আমি ত্রিশ হাজার বেতনের দিনে, ঢাকা শহরে ১৭ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে বিয়ে করে ফেলেছিলাম। আমার মাথায় একটাই চিন্তা ছিলো, যাকে ভালোবাসি তার অন্য কোথাও যদি বিয়ে হয়ে যায়। অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বিয়ের প্রস্তাব এসেছিলো তখন ওর। কিন্তু আমাকে ভালোবাসে বলে, সব প্রস্তাবই পরিবারের অনেক কথা সহ্য করেও ফিরিয়ে দিয়েছে।
খারাপ সময় হতে, ভালো সময়, প্রেমের ছাত্র জীবন থেকে আজ অবদি, দশ বছর ধরে মানুষটা পাশে আছে।

দোয়া করবেন।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আপনাকে ও ভাবীকে স্যালুট। আসলে ভালো বাসাটাই মূখ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.