নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

নীরবে অভিমানী নিভৃতে করেছ তিলে তিলে নিজেকে শেষ।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯


মানুষ নিজেকে নিজে তিলে তিলে শেষ করে দেয় হতাশা থেকে। একটা অসুস্থ অস্থির সমাজে বসবাস করার ফলে এখানে প্রতিটি মানুষ হতাশা নামক বিধ্বংসী অসুখে ভোগে। একটি মেয়ে অফিসে জয়েন করেছে নতুন। অল্প কদিনে নিনের দক্ষতা ও যোগ্যতা দিয়ে কর্তৃপক্ষের মন জয় করতে পারলেও পুরনো অদক্ষ সহকর্মীরা তাকে টেনে নীচে নামিয়ে ফেলার বিশ্রী প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ফলে দক্ষ মেয়েটি ফাইট করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে আর ডিপ্রেশনে চলে যায়। আর ডিপ্রেশন তো নীরব ঘাতক।তিলে তিলে মানুষকে মারে। মানুষের জীবন নরকে পরিণত করে। যদিও মোটিভেশনাল স্পিকারগণ বলেন - " কাক আর ঈগল এর গল্প পড়েননি? ঈগল যখন নীচে নামে, তখন বিশ্রী কাকের দল ঈগলকে ঠুকরাতে তাড়া করে। ঈগল কিন্তু পেছন ফিরে কাকের দলকে তাড়া করে না, সে আকাশের দিকে উড়তে থাকে। আর পিছনে ছুটা কাকের দল কতটুকু ছুটতে পারবে তার একটা লিমিটেশন আছে বিধায় কাক এক পর্যায়ে দম বন্ধ হয়ে ক্লান্ত হয়ে যায়। তাই হাল ছেড়ে দেয়" কিন্তু বাস্তব জীবনে রক্তে মাংসে গড়া মানুষের পক্ষে সেটা অসম্ভব। মানুষের আবেগ আছে, অনুভূতি আছে, সেন্টিমেন্ট আছে, আত্নসম্মান আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কাক নয় একজন দুষ্ট মানুষ আরেকজন ভালো মানুষকে ঠুকরাচ্ছে শুধুমাত্র হিংসার কারণে।

এই অস্থির সমাজে একজন মানুষ ভালো হলে সমস্যা, সুন্দর হলে সমস্যা, মেধাবী হলে সমস্যা, ক্রিয়েটিভ হলে সমস্যা। গরীব হলে সমস্যা, বড় লোক হলেও সমস্যা। একজন মানুষ মোটা হলে সমস্যা, হ্যাংলা হলে সমস্যা, ট্রান্সজেন্ডার হলে সমস্যা, ওয়েস্টার্ন পড়লে সমস্যা, বোরখা পড়লেও সমস্যা। শুধু সমস্যা আর সমস্যা। আপনি যদি আপনার বন্ধুদের মধ্যে গরীব হোন ওরা গেট টুগেদারে আপনাকে ডাকবেনা। আপনার বউ যদি সুন্দর হয়, যাদের বউ অসুন্দর (কথার কথা। আল্লাহর সৃষ্ট প্রতিটি মানুষই সুন্দর) তারা হুদাই আপনারে হিংসা করবে। চারদিকে শুধু বৈষম্য আর বৈষম্য।

এই সমাজের মানুষ গণতন্ত্র চাচ্ছে নিজে একজন স্বৈরাচারী হয়ে, নিজে পক্ষপাত দুষ্ট হয়ে নির্লজ্জ নিরপেক্ষতার বুলি উড়াচ্ছে, রাতের বেলা পরিমনিকে স্বপ্নে এনে সুখ নিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওর পোস্টে গিয়ে গালি দিচ্ছে শুধু মাত্র পরিমনির মতো কাউকে বউ/প্রেমিকা হিসেবে পায়নি বলে। কথার ছুরি দিয়ে কিংবা কারও দুর্বল জায়গায় আঘাত করে একটা মানুষকে রক্তাক্ত করে কোরান হাদীসের বুলি উড়াচ্ছে।আপনার পোস্ট সবাই পড়ছে বা বেশী পাঠক পাচ্ছে কিন্তু অন্য একজনের পোস্ট কেউ পড়ছেনা বা আপনার মতো পাঠক পাচ্ছেনা বলে হুদাই হিংসা করছে।

এই সমাজের মানুষগণ এসব করছেন শুধুমাত্র ব্যাক্তিজীবনে হতাশা থেকে। অল্পতে কিংবা যতটুকু আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ বলতে না পারা মানুষের সংখ্যা ৯৫%। মসজিদে গেলে সেখানে বৈষম্য। ইমাম সাহেব কটা টাকার জন্য সমাজের বড়লোকদের নাম ধরে ধরে দুয়া করছেন।

একটি জাতীর ৯৫% মানুষ যখন কোন না কোন কারণে হতাশ তখন সে সমাজটির পক্ষে আসলে উন্নত বিশ্বের মতো সভ্য হওয়া অসম্ভব। একটি রাষ্ট্র বা সমাজকে স্মার্ট করতে হলে, সর্বপ্রথম সমাজের মানুষ গুলোকে হতাশা মুক্ত করতে হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,




শুধু নারীই নয় পুরুষও যোগ্যতর হলে তাকেও নীচে টেনে নামানোর প্রতিযোগিতা চলে আমাদের সমাজে।
য়ে ক'টি ছবি সন্নিবেশিত করেছেন সবই যথাযথ ভাবে সুন্দর এবং শিক্ষনীয়।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এই পুরুষ গুলো আসলে কুটনি হিংসুক মেয়েদেরকেও হার মানায়। এদের নিয়ে আমি একটা রম্য কবিতা টাইপ লিখছিলাম সেখান থেকে কয়েক লাইন -


"তুই পোলা
তুই বৃষ্টির দিনে মাঠে গিয়ে ফুটবল খেলবি
টং এ বন্ধুদের সাথে আড্ডা দিবি।
কারও রক্ত লাগলে দৌড়ে যাবি।
তুই ব্যাক্তিত্বহীন লোকজনের মত
মাইনষের পেছনে লাগবি কেন? "


পোস্টে ব্যবহৃত ছবির প্রশংসায় কৃতজ্ঞতা।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের কাজের যায়গা অনেকটা দোযখের সমান। অনেক মানুষ সেখান থেকে বের হয়ে লম্বা নিশ্বাস নেন।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ডোডোর পাখির পিগমি মগজের লোকজন কর্মস্থলকে গার্বেজে পরিনত করছে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

মোগল সম্রাট বলেছেন:


There is a lot of difference between "Human being" and "Being Human"

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: No doubt! So True!

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো বলেছেন দাদা...

২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

রোকসানা লেইস বলেছেন: আশার কথা দেশে থেকেও কিছু মানুষ এই বিষয়গুলো বুঝতে পারছে। প্রচার করছে।
একদিন পরিবর্তন আসবে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা মৌলবাদী কাঠমোল্লা ও নোংরা মানসিকতার লোকদের পরাজিত করে একদিন স্মার্ট বাংলাদেশ গড়বই।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি খুব বেশী হতাশা হয়ে পড়েছেন।
না এটা ঠিক না।
মানুষ কাজ করছে। ব্যয় করছে। হ্যা কিছুটা হতাশা মানুষের থাকবেই।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা তো অস্থির সমাজে বাস করছি। হতাশা একটু কাজ করবেই।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: তিলে তিলে শেষ করে লাভ কি?
পথ খুঁজে নিতে হবে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হতাশা খুবই ভয়ংকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.