নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষ নিয়ে লিখতে। আসলে চট্টগ্রাম নিয়ে বিশেষ করে চট্টগ্রাম এর ব্যবসা বানিজ্য পাহাড় পকৃতি পোর্ট উপজাতী সমুদ্র, কালচার, লাইফস্টাইল, খাওতা দাওয়া, অতিথিপরায়ণতা সব কিছু নিয়ে এত বেশি পরিমাণ এর লেখা আছে যে নতুন করে লেখার কিছু নেই। তবে শরেরর মডার্ন রূপ ইদানীং চোখে পড়ার মতো। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সরকারের একটি অভিনব সাফল্যা। আমাদের চিত্র নায়ক রিয়াজ একবার বলেছিলেন - চট্টগ্রাম আসলে মনে হয় প্যারিসে রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু চট্টগ্রাম নদী নালার শহর। পুরা শহরটাই খাল, বিল, নালার উপরে। কর্নফুলী ও সমুদ্র থাকার ফলে, বর্ষাকালে চট্টগ্রাম শহরে পানি উঠবে না উহা কল্পনা পর্যন্ত করা যাবেনা। ফলে নায়ক রিয়াজ ব্যাপক ট্রোল এর শিকার হন প্রতিবছর বর্ষা এলে।তবে আশার বিষয় হলো এবার সিডিএ, কর্পোরেশন, সরকার পানি উঠা রোধ করতে বেশ আগে থেকে কাজ করছে। ড্রেন খাল নালা গুলো সংষ্কার করছে। দেখা যাক এই বর্ষার চিত্র কেমন হয়। এই মুহুর্তে চট্টগ্রাম শহর মশার শহর। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মুনাফা লোভী মশার কয়েল কোম্পানি বর্তমানে যে কয়েল বাজারে ছাড়ছে তাতে মশা মরেনা।উল্টো মশা কয়েল এর উপর উঠে বসে থাকে।

প্যারিস কিনা জানিনা। তবে চট্টগ্রাম আসলেই ছবির মতো একটা শহর। আজ সকালে অফিস যাওয়ার সময় ফেসবুকের নোটিফিকেশন চেক করে দেখি ফেসবুক নিজ দায়িত্বে আমার গ্যালারির কিছু ছবি দিয়ে মাইডে দেয়ার জন্য একটা ভিডিও স্লাইড শো বানিয়েছে।এবং আমাকে সাজেস্ট করেছে ভিডিওটি শেয়ার করার জন্য। নিজের ছবি দিয়ে বানানো স্লাইড শো দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম।

কর্নফুলী নদী সংলগ্ন একটি গ্রামের নদীর পাড়।


এটি কি জানেন? এটি হলো পাহাড়ি হুক্কা। ৩/৪ টান দিসিলাম। কিসের সীসা কিসের কি? দুনিয়ার সব হুক্কা এটার কাছে ফেইল।



আমার বাসার পেছনে একড়া লম্বা পুকুরের মত আছে। ছবিটি আমার জানালা থেকে বৃষ্টি নামার ঠিকাগ মুহুর্তে উঠানো।



পাগল করা পূর্নিমার চাঁদ শহরে আলো বিলাচ্ছে।



উন্নত কোন ধনী দেশের ছবি নয়। ইহা আমাদের সাজেক।


ট্রাস্ট মি এটা আমেরিকা ইউরোপের কোন রিসোর্ট নয়। চচট্টগ্রামের সাজেক ভ্যালির একটি হোটেল।


চট্টগ্রামের গ্রাম গুলো আর গ্রাম নেই। লেগেছে আআধুনিকতার ছোঁয়া। শরের মেয়ে মনে হলেও এটি চট্টগ্রামের একটি গ্রামের ৪ তলা পাকা বাড়ির ছাদ থেকে উঠানো।


পাহাড়ি মিষ্টি।


পাহাড়ি জিলাপি।


বাঁশ খবেন বাঁশ? বাঁশ হলেও এটা পাহাড়ি খাবার।



অস্ট্রেলিয়ার বা ইউরোপ এর কোন রিসোর্ট নয়। বান্দরবান এর সাইরো রিসোর্ট। যদি আপিনি প্রকৃতি ভালোবাসেন এখানে ১ দিনের জন্য হলেক যান।হোটেল একটু এক্সপেন্সিভ। ব্লগের কেউ গেলে আমাদ সাথে কনটাক্ট করে যাবে। তবে ৪০০০ টাকা ডিসকাউন্ট ঈ ফ্রী হসপিটালিটি এবং চাঁদের গাড়ি সাপোর্ট পাবেন।



সাইরো রিসোর্ট প্রেমিকা/ বউ /পরিবার নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড এর জন্য অসাধারণ একটা স্থান।




সবশেষে সবার চট্টগ্রাম এর ওরশ বিরিয়ানি ও গরুর মাংস।
এটা যারা গরুর মাংস পছন্দ করেন না তাদের জন্য।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: আমাদের এক কলিগ আছে চিটাগাং এর। সে রেঁধেছিলো হাঁস দিয়ে বাঁশ!!! এত মজার খানা ছিলো সেটা! :)

২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বাঁশ ঠিক না। এটা আসলে বাঁশ এর ডগা। নরম অংশটি। আপনি, মিরোর, হাসান মাহবুব, চাঁদগাজী, আহমেদ জী এস ও হাসান মাহবুব এর সাথে চট্টগ্রামের কোন পাহাড়ে আড্ডা দেয়ার খুব ইচ্ছা আমার। কবে আসছেন বলেন।

২| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: কি বললে এইটা!!!!

তুমি কি চাও আমি সেখানে গিয়ে পাহাড় থেকে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেই!!!!!!! :-/

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা :D

একবার ভাবুন তো আপু, আমরা সাজেকের কোন রিসোর্টের রুফটপে আড্ডা দিচ্ছি। আড্ডার টপিক ব্লগারদের এডভ্যাঞ্চার।

আপনি সেখানে স্বভাব সৌলভ আড্ডা/গল্প শুরু করবেন। কিছুক্ষণ পর চাঁদগাজী খোঁচিয়ে বলবেন, এসব ম্যাওপ্যাও কথা বার্তা বললে এখানে কি আর এডভ্যান্সার থাকে? আপনি মেজাজ হারিয়ে বলবেন কি আমার কথা ম্যাওপ্যাও। তুলকালাম ঝগড়া লাগবে। আমি মিরোর আর হামা ভাইয়া কারে সাপোর্ট দিব ভেবে না পেয়ে দুইজনের ক্যাচাল মেটানোর আপ্রাণ চেষ্টা করব। কোন লাভ হবেনা। ট্রাভেলিং এ গিয়ে ব্যক্তি আক্রমণ শিরোনামে একটা পোস্ট আসবে। সেখানে ঢাবিয়ান মন্তব্য করবেন - সোনাগাজীর জন্য নিয়ম করা উচিত শুধু ট্রাভেল করা যাবে। কোন অবস্থাতেই কোন কথা বলতে পারবেন না। ব্যাস হয়ে গেলো। এরপর উক্ত বিষয় নিয়ে ২/৩ দিন ক্যাচাল চলবে। ৪/৫ দিন কাভা ভাইয়া এসে চাঁদগাজীকে অনির্দিষ্টকালের জন্য ফ্রণ্ট পেজ ও কমেন্ট ব্যান করবেন। তারপর ব্যান অবস্থায় ১/২ মাস থাকার পর ব্লগার কলা বাগান ও অন্যান্য চাঁদগাজী ভক্তরা পোস্ট ধর্মঘট করবেন। তারপর আবারও কাভা ভাইয়া এসে চাঁদগাজীকে আনব্যান করবেন।


কিউট না বিষয়টা। :)

৩| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৪

কামাল১৮ বলেছেন: বাংলাদেশে চট্রগ্রাম একমাত্র ব্যতিক্রম শহর।এখানে সাগর পাহাড় একসাথে কানাকানি করে।সুন্দর ছবি ব্লগ।
আমার স্ত্রীর ছোট বোন চট্রগ্রাম মেডিকেলে চান্স পেয়েছিলে।ভর্তি করতে চট্টগামে দশবার দিন ছিলাম।শহরটাকে ভালো করে চিনাতে ।কিন্তু শেষ পর্যন্ত ভর্তি হয়েও পড়না।শুকলারশিপ নিয়ে চলে গেলো মাদ্রাজ আইআইটিতে।বর্মানে কানাডাতে আমাদের পাশেই আছে।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রাম আসলেই একটা সুন্দর শহর। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো গিয়েছেন? মুগ্ধ হয়ে যাবেন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কতো সুন্দর হতে পারে।

৪| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: স্কলারশিপ হবে।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পেরেছি।

৫| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২

শায়মা বলেছেন: কিউট!!!


আগে ভাবছিলাম একজনকে ধাক্কা দিয়ে ফেলবো। এখন দুইজনকে ফেলবো ভাবছি!!! X((





:P

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে। রাগ কইরেন না আপু জাস্ট ফান।

৬| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



শায়মা একবার কোন লন্চে বেড়ানোর সময়, মাষ্টারের ( লন্চের চুকানী ) উকুনভর্তি ক্যাপ মাথায় দিয়ে ছবি তুলেছিলেন; মাথার উপর কারো কিছু রাখতে হলে একটু ভাবতে হয়।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা, আপনার ধারণা ভুল। আমার জানা মতে আপু খুবই হাইজিন কনসার্ন। ক্যাপ ক্লিন না থাকলে উহা উনি টাচও করতেন না।

৭| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:


চট্টগ্রামের সমতলের মানুষরা কমবুদ্ধির পরিচয় দিয়েছেন; গ্রামগুলো ভরে ফেলেছেন গিন্জি বিল্ডিং করে। চৎগ্রামের গ্রামের জন্য দরকার ছিলো "মাটির দেয়ালের ঘর"।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: গ্রাম আর সেই বেড়ার আর মাটির ঘর নেই বললেই চলে। একেবারে গরীবরাও ইটের দেয়াল তুলে উপরে টিন দিয়েছে। কারণ বৃষ্টির সময় তাদের খুব অসুবিধা হয়।

৮| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: ৬. ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৮০

সোনাগাজী বলেছেন:
শায়মা একবার কোন লন্চে বেড়ানোর সময়, মাষ্টারের ( লন্চের চুকানী ) উকুনভর্তি ক্যাপ মাথায় দিয়ে ছবি তুলেছিলেন; মাথার উপর কারো কিছু রাখতে হলে একটু ভাবতে হয়।


মাষ্টারের মাথায় উকুন ছিলো কে তোমাকে বললো!!! তোমার মাথায় বুঝি উকুন ভাইয়ু?? :-/

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। মাস্টারের মাথায় উকুন ছিল কি ছিলনা এটা নিয়ে একটা ক্যাচাল হয়ে যাক। B-)

৯| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:



ক্যাপ পরিস্কার করা সম্ভব; তবে, ক্যাপকে উকুনমুক্ত করতে এটম বোমার দরকার হয়।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাপে সাধারণত উকুন থাকেনা।

১০| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:


শায়মা বলেছেন", মাষ্টারের মাথায় উকুন ছিলো কে তোমাকে বললো!!! তোমার মাথায় বুঝি উকুন ভাইয়ু?? :-/"

-ক্যাপটা দেখলেই বুঝা যায় যে, উহা অপরিস্সকার ও পুরাতন। আমার মাথায় উকুনও নেই, চুলও নেই।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বয়স হয়েছে। চুল না থাকাই স্বাভাবিক।

১১| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:২১

শায়মা বলেছেন: ক্যাপটা সে জীবনেও পরে কিনা সন্দেহ আছে। উহা সামনেই খুলিয়া পড়িয়া থাকে। অপরিষ্কার হোক, পুরাতন হোক তোমার কি? আমার ইচ্ছা আমি ছবি তুলেছি তবে তোমার মাথায় চুল নেই মানে তুমি যে টাকবেল এটা জেনে আমি :D

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা মুরুব্বি মানুষ চুল না থাকাই নরমাল।

১২| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



শায়মা বলেছেন: ক্যাপটা সে জীবনেও পরে কিনা সন্দেহ আছে। উহা সামনেই খুলিয়া পড়িয়া থাকে। অপরিষ্কার হোক, পুরাতন হোক তোমার কি?

ময়লা দেখেই চুকানী উহা পরতো না, মনে হয়।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: কিউট খুঁনসুটি শুরু হয়ে গেসে।

১৩| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:



ছবিতে সুন্দর চট্রগ্রাম,মাঝেমধ্যে জলাবদ্ধাতার ছবি ব্লগও দিবেন চট্রগ্রামের।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। দিন ইনশাআল্লাহ।

১৪| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: শিবিরের ভয়ে যাওয়া হয় নাই।প্রায় দেখি শিবিরের সাথে গন্ডগোল।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন শিবির নেই। আরেকবার আসলে জানাবেন। আমি ঘুরে দেখান। ওটা আমার বিশ্ববিদ্যালয়।

১৫| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালোই তুলেছেন।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রাজীব। এখানে দুইটা ছবি সাইরো কর্তৃপক্ষের।

১৬| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

হাসিব শান্ত বলেছেন: পাহাড়ি হুক্কার মত দেখতে প্রায় একই রকম হুক্কা ভিয়েতনামের লোকেরা ইউজ করে।
ভাইরে যে কড়া...!

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভিয়েত নামের হুক্কা খাওয়ান তাহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.