নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অথবা অন্যদের লেখা

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

নির্ঝর নৈঃশব্দ্য-২

i am looking for the face i had before the world was made. -yeats. © নির্ঝর নৈঃশব্দ্য [email protected] ছবি আঁকি আর কবিতা লিখি

নির্ঝর নৈঃশব্দ্য-২ › বিস্তারিত পোস্টঃ

সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২



কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি

ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো

শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে

তারপর কতো চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো,

কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা

পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।



মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিলো, বড় হও দাদাঠাকুর

তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো

সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর

খেলা করে!

নাদের আলী, আমি আর কতো বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ

ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়

তিনপ্রহরের বিল দেখাবে?



একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো

লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা

ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি

ভিতরে রাস-উৎসব

অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা

কত রকম আমোদে হেসেছে

আমার দিকে তারা ফিরেও চায় নি!

বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…

বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই

সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব

আমায় কেউ ফিরিয়ে দেবেনা!



বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিলো,

যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে

সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!

ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি

দুরন্ত ষাড়ের চোখে বেঁধেছি লালকাপড়

বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম

তবু কথা রাখে নি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ

এখনো সে যে-কোনো নারী।



কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না!

মন্তব্য ৩৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬

নতুন রাজা বলেছেন: প্রিয় কবিতা...

+++

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭

juddhobaaj বলেছেন: কেউ কথা রাখে নি।
বুকের লোম এলোমেলো করতে করতে একজন বলেছিলো,
তোমায় নিয়ে দেব স্বর্গ পাড়ি।
তার শাড়ি হয় তো এখন শুকোবে অন্য কারো উঠোনে।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: এমনই হয়:(

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯

মমমম১২ বলেছেন: হুমমম
ভাল লাগে বারবারই

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

বৃষ্টি এবং নীলা বলেছেন: সম্ভবত শিমুল মোস্তফা আবৃত্তি করেছিলেন। কোন লিংক কি আছে আবৃত্তিটার?

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ১২ নং কমেন্টর মুকুট লিঙ্ক দিয়েছেন। ধন্যবাদ

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২

ত্রিশোনকু বলেছেন: আমারও।

ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন: আবরো পড়লাম।ভালো থাকুন

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮

মামুন বিদ্রোহী বলেছেন:
ধন্যবাদ....প্রিয়তে..

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪০

ভিজামন বলেছেন: এখনো সে যে-কোনো নারী।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: হ্যাঁ

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫১

বাবুনি সুপ্তি বলেছেন: ভাল লেগেছে। হুম।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কবিতাটি আমারও অনেক প্রিয়। আমার পিসিতে আছে। প্রায়ই শুনি।

এই পোষ্টটা ঘন্টা কয়েক আগে দিলেন না কেন ?
ভুলে গেছেন হয়ত গতকাল অর্থ্যাৎ ৭ই সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায় এর জন্মদিন।

তাহলে তাকে উইশ করা যেত।

যাই হোক দেরীতে হলেও বলছি

শুভ জন্মদিন সুনীল গঙ্গোপাধ্যায়

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ জন্মদিন সুনীল গঙ্গোপাধ্যায়

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫

জাতি জানতে চায় বলেছেন: জটিলল কাম করছেন!!!! সুনীলরে শুভ জন্মদিন!

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ জন্মদিন সুনীল গঙ্গোপাধ্যায়

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৪

মুকুট বলেছেন: অসম্ভব একটা প্রিয় কবিতা শেয়ারের জন্য ধন্যবাদ। আবৃত্তি দিলাম, আশা করি ভালো লাগবে!

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪১

সায়েম মুন বলেছেন: ভাল লাগল এবং প্রিয়তে।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৩

ঘুমরাজ বলেছেন: আমার অনেক প্রিয় ১টা কবিতা +++

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

বাসার বলেছেন: +++

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

চিটি (হামিদা রহমান) বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ


০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ধন্যবাদ, কবি

১৭| ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪

সীমন্ত ইসলাম বলেছেন: খুবই প্রিয় কবিতা। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কেউ কথা রাখে না

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: হ্যাঁ

১৯| ১৭ ই জুলাই, ২০১০ রাত ৩:২১

মামুন বিদ্রোহী বলেছেন:

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৯

সুবিদ্ বলেছেন: বার বার পড়ি কবিতাটা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.