![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে আমার লেখা দ্বিতীয় পোস্ট এটা ! তবে এই লেখাটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো ! কেউ কপি করলে কার্টেসি দিবেন ….
আমাদের মত নাম সর্বোস্ব মুসলিম আর অন্য ধর্মের লোকদের জন্য ইসলাম সমস্যা কেন জানেন ?? ইসলাম সকল বাজে সমস্যারই (যে গুলো আমাদের আনন্দ দেয় কিন্তু ইসলাম অনুযায়ী পাপ) অঙ্কুরের আগেই বিনাশ করার বিধান প্রদান করে । কিন্তু আমরা আসলে পছন্দ করি সেই পাপগুলো অঙ্কুরিত হোক , গুল্মের মত আকার ধারণ করুক তবে বৃক্ষ যেন না হয় (বিধর্মীরা ও শয়তান সুকৌশলে পন্থাটা আয়ত্ত্ব করিয়েছে আমাদের)। আর এই ধরনের পছন্দ বর্তমান মুসলিম সমাজের অধিকাংশ মানুষেরই ! এটাকে আমরা স্বাভাবিক বানায় ফেলেছি ! যেমন একটা উদাহরণ দেই , ইসলাম মেয়েদের পর্দা করতে বলে সেই সাথে প্রয়োজন ছাড়া ঘরে থাকতে বলে কিন্তু আমাদের পছন্দ উল্টোটা এবং আমাদের মুসলিম সমাজের মেয়ে এবং ছেলেদের উভয়ের অধিকাংশেরই এই বিধান মনপুতঃ নয় (আল্লাহ মাফ করুন) ! কিন্তু ইসলামের এই বিধান কতটা কার্যকর সেটা বুঝাতে আরও একটা প্রসঙ্গ টানি । সিগারেট, বর্তমান সময়ে অধিকাংশ ছেলে মানুষ খায় । সরকার সিগারেট উৎপাদন বন্ধ করে না কিন্তু আইন করে সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিতে হবে , আবার পাবলিকলি সিগারেট খাওয়াও অপরাধ বলে গণ্য করে ! সরকার বুঝাতে চায় সিগারেট ক্ষতিকর কিন্তু বন্ধ করতে চায় না ! অর্থাৎ সরকার পুরোপুরি জনগণের কল্যাণ চায় না (ঠিক অন্যান্য নাম সর্বোস্ব ধর্মের মত) । কিন্তু ইসলাম ধর্ম তথা আল্লাহ পুরোপুরি ভাবেই তার বান্দাদের কল্যাণ চায় কিন্তু আমরা সেটা বুঝি না ! আধুনিকতা , সমঅধিকার দাবিদারেরা এই যে সমস্যাগুলো অঙ্কুরের আগেই বিনাশ করা উচিত সেগুলো তারা বিনাশ না করতে দিয়ে গুল্ম পর্যায়ে নিয়ে যায় আর বোঝায় বৃ্ক্ষতো হয়নি কি এমন ক্ষতি ! আমরাও সেটাই খুব ভালো ভাবে গ্রহণ করেছি , অভ্যস্তও হয়ে গেছি । এইখানেই ইসলাম আমাদের জন্য (আমাদের মত নাম সর্বোস্ব মুসলিম) আর অন্য ধর্মের লোকদের জন্য সমস্যা ! আর ইসলামের প্রায় অধিকাংশ বিধানেই আমরা উপরোক্ত সুত্র প্রয়োগ করা শুরু করেছি
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
গোলাম রাব্বি রকি বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
শাহিন-৯৯ বলেছেন: সিগারেটের উদাহারণ খুব ভাল লাগল। আসলেই আরো বিস্তারিত পর্ব ভিত্তিক লিখলে ভাল হত।
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
গোলাম রাব্বি রকি বলেছেন: ধন্যবাদ ভাই । তবে সত্যকথা বলতে কি আমি এখনো এত কিছু জানি না যা দিয়ে ধারাবাহিকভাবে লিখবো । সাধারণ যুক্তি দিয়ে যা সহজ ভাবে বোঝানো যায় আমি সচরাচর সেগুলোই লিখতে চেষ্ট করি কারণ আর জানার পরিধি খুবই ছোট ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: ভালো লিখেছেন,
তবে আরো একটু বিস্তারিতভাবে লিখলে আরো বেশি ভালো হতো।।।