![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র , শাসন ব্যবস্থার মধ্যে নাকি সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা ! সেখানে নাকি সব জনগণের সমান অধিকার ! কথাগুলো ভাওতাবাজি ছাড়া কিছু নয় ! প্রতি ৫ বছরে একবার আমার ভোট নিলো তারা আর বাকি সবকাজের মালিক হয়ে গেল তারা ! বাহ ভালো না ! এখন আমার পক্ষে(ভালো) কাজ করুক আর বিপক্ষে (খারাপ) করুক আমি দর্শক ! আমি যে ভোট দিয়ে তাকে সবকিছু দিয়ে দিয়েছি, ঠিক প্রেমের মতই ! আরেক ধরনের শাসন ব্যবস্থা আছে যেখানে আমার ভোটের দরকার নাই , সমান অধিকারের বুলিও নাই কিন্তু সেই একই ফলাফল ; আমার পক্ষে(ভালো) কাজ করুক আর বিপক্ষে (খারাপ) করুক আমি দর্শক ! এটা ঠিক ধর্ষণের মতই ! তবে দুই ব্যবস্থার ফলাফল আমার মত মানুষের কাছে একই । আমার বিপক্ষে বড় কোন সিদ্ধান্ত গেলে আমি যদি রাস্তায় নামি তাহলে আমার টাকায় দেওয়া বেতনভোগী আমাকেই লাঠিপেটা করে গণতন্ত্রে ! আমি গ্রামে বাস করি তাই আমার বিদ্যুৎ লাগে কম ! তাইতো গরমের সময় সাররাত্রি বিদ্যুৎ থাকে না গ্রামে ! আমার সমান অধিকার গণতন্ত্রে ! আমি বেশি কিছু বললে আমার স্থান হয় জেলে ! আমার বাকস্বধীনতা গণতন্ত্রে ! গণতন্ত্র আমার প্রেম তাই সে কথায় সম্পর্ক ভাঙ্গার অজুহাত দেয় ! স্বৈরাতন্ত্র এসবের ধার ধারে না, আমি চাইলেও প্রেম দেয়, না চাইলেও দেয় ! কিন্তু ফলাফল সেই একই ! যে ব্যবস্থাই হোক সবার কাজ একটাই , শাসন করো আর শোষণ করো হোক সেটা প্রেমের নামে অথবা জোর করে ...
©somewhere in net ltd.