![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ে দেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মাদক বিরোধী অভিযান । মাদক বিরোধী অভিযান খুবই ভালো পদক্ষেপ কিন্তু অভিযানে যখন মানুষ মারা হচ্ছে তখন সেটাকে আর ভালো বলা চলে না । একটা মানুষকে বিচারের মুখোমুখি দাড় না করিয়েই সরাসরি হত্যা মানবতা পরিপন্থী । আর অপরাধীদের যদি এইভাবেই হত্যাই করা হয় তবে শুধু সেটা মাদক বিরোধী অভিযানে হবে কেন ? আর দেশে বিচারের জন্য এত আইন প্রণয়নেরই বা দরকার কি ?!! বিচার তো আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই হয়ে যাচ্ছে !! যারা সমর্থন করছেন এই ধরনের হত্যাকে তাদের বলতে চাই, আপনারা কি মাদকাসক্ত ?? মনে হয় না । মাদক ব্যবসায়ীরা কি কাউকে জোর করে মদ খাওয়াচ্ছে যে তাদের গুলি করে মারতে হবে !! কই আমি তো নেশা করি না । আমার আশপাশেও নেশার দ্রব্য ওহরহ পাওয়া যায় । যে মাদক কিনে খায় তারা কি অপরাধী নয় ?? মাদক ব্যবসা গড়ে উঠলো কেন ?? না ভাববেন না আমি মাদক ব্যবসায়ীদের দালালী করতেছি !! অবশ্য যারা গুলি করে মানুষ হত্যা জায়েজ ভাবতেছে তারা আমাকে দালাল ভাববে না এইটা বলা যায় না !! একটা হাদিস আছে যে, সকল পাপের জননী বলা হয় মিথ্যাকে । আপনারা যারা এই মাদক অভিযানের হত্যাকে সমর্থন করতেছেন তারা জানেন কি নেশার জননী কি ?? বিড়ি , সিগারেট !! বিশ্বাস হয়না ?? দেখুন তো আশপাশে কোন নেশাখোর পান কিনা যারা কোনদিন বিড়ি খায়নি একেবারে মদ-গাজা খাওয়া শুরু করছে । বিড়ি-সিগারেট তো বন্ধ করতে বলেন না !! অনেকেই বলে বেড়াচ্ছেন এই মাদকের কারণে শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে । হ্যাঁ যাচ্ছে হয়তো , তবে সে দায় কেন শুধু মাদক ব্যবসায়ীর ?? তারা কি বাড়ি বাড়ি সাপ্লাই দেয় নাকি ! যে মানুষটা নিজের ভালো বোঝে না, পরিবারের মানুষকে ভালোবাসে না সেও কি অপরাধী নয় ?? তাদেরকেও হত্যা করতে বলেন যেন পরবর্তীতে তারা আর কাউকে নেশার দিকে টানতে না পারে । একটা মানুষের জীবনের মুল্য কত ধারণা আছে ?? নিজের পরিবারের কেউ ক্রসফারায়ে মরলেই বুঝতে পারবেন কি ব্যাথা !! আপনার সন্তান যদি গাজা খায় আপনি তাকে গাজা খাওয়ার অপরাধে ক্রসফায়ারে দিতে পারবেন ?? মাদক ব্যবসায়ীরা তো কাউকে গাজা-মদ জোর করে খাইতে বাধ্য করে না তবে তাদের কেন বিচার না করে আপনি জীবন নিয়ে নিতে বলেন ?? আর যারা মরতেছে তারা যদি প্রকৃতই অপরাধী হয়ে আর তাদের তালিকা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থেকেই থাকে তবে কেন এতদিন তাদের বিচার হল না ?? এই দায় যাদের তাদের কেন বিচার হবে না ???
©somewhere in net ltd.