নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত ...

গোলাম রাব্বি রকি

আমার মত ...

গোলাম রাব্বি রকি › বিস্তারিত পোস্টঃ

বিদ্বেষ বনাম বিচার !

১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

মাদ্রাসা ছাত্রী নুসরাতের মৃত্যুর পর থেকেই সামুতে একদল লোক মাদ্রাসা নিয়ে উঠেপড়ে লেগেছে ! মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত অপরাধ, অপকর্ম আর শিক্ষাহীনতার জন্য দায়ী ঐ মাদ্রাসাগুলোই ! হতে পারে মাদ্রাসার পড়াশোনায় বেশ কিছু ঘাটতি আছে যা অনেকের ব্যাথার কারণ হলে তা মেনে নিতেই হবে। তবে সামুতে এলেই মনে হচ্ছে মাদ্রাসাই সবকিছুর মুল ! বাংলাদেশের পিছিয়ে পড়া, বাংলাদেশের ধর্ষণ, বাংলাদেশের নারী নির্যাতন ব্লা ব্লা সবকিছুই মাদ্রাসার অবদান ! তা মাদ্রাসায় বাংলাদেশের কত শতাংশ শিক্ষার্থী পড়ে ?? বাকি যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা কি করছে সমাজের জন্য ?? ও আমি ভুলেই গেছিলাম তারা তো মাদ্রাসার মত কুশিক্ষার বিরুদ্ধে আন্দোলন করছে ! কত বড় কাজ তাদের ! তাদের তো বিচার দরকার নেই কেননা তারা বিদ্বেষী। সমাজে শত শত অন্যায়ে তাদের গায়ে লাগে না গায়ে লাগে মাদ্রাসায় পড়া । মাদ্রাসায় কাউকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়না পিতামাতাই তাদের সন্তানদের মাদ্রাসায় স্বেচ্ছায় পাঠায়। পিতামাতা তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠায় নিজেদের এবং তার সন্তানদের পরকালের জীবনে লাভের আশায়। আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তার বাবা-মা মারা যাওয়ার পর কয়দিন তাদের কবরে যাই ?? তাদের জন্য কিভাবে দোয়া করতে হবে আমরা তাও জানি না অধিকাংশই । নিজের বাবা-মায়ের জানাযা নিজেই পড়াতে পারবে কয়জন ঐ বিদ্বেষকারীদের মধ্যে ?? অবশ্য যদি তারা অবিশ্বাসী হয় তবে এসব বলা বেকার । কিন্ত তারা সেটাও স্বীকার করে না ! তারা আসলে মুনাফিকের ন্যায় আচরণ করে । তারা বিচার চায়না, মূল্যায়ন বুঝে না, তারা চায় বিদ্বেষ । মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররাও যে এদেশের মানুষ, তাদেরও যে বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে তা এই বিদ্বেষীরা মেনে নিতে পারে না। অথচ তাদের সমগোত্রীয় মানুষের কত উদ্ভট দাবি-দাওয়ায় তারা নিশ্চুপ থাকে! তারা মানুষের অধিকারের কথা বলে, স্বাধীনতার কথা বলে তবে অন্য কারো স্বাধীনতা আর অধিকারকে কটাক্ষ করে । কারণ একটাই তারা বিদ্বেষী ..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.