![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও ভাবিনি আমি!
এমনি করে আসবে তুমি।
আমার এই আশাহীন জীবনে;
অগণিত আশার ডালি নিয়ে।
যেখানটায় শূন্যতা বিরাজ করত একদিন,
সেখানটায় আজ বিরাজও মান স্বপ্ন
সবকিছু যেন ভাবনাহীন।
প্রত্যেক কিনারে কিনারে তার আশার বানী
আমার এই ছোট্ট জীবনে,
ঘর আলো করে আসা।
হায় ! মোর স্বাদের নতুন আগমনী।
কি নাম দিব তোমার?
ভেবে পাই না কূল
নূতনের মতেই ভেবে,
নাম দিলুম- 'নব ফাল্গুন'।
©somewhere in net ltd.