নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

সকল পোস্টঃ

"রঙ্গিন চশমা"

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

ও কি আমায় ভাববে?
ভীষণ হয় ভয়!!
চিন্তায় নিভিয়ে যায় স্বপ্ন।

ঐ চোখে যে রঙ্গিন চশমা,
সবকিছু খোঁজে ভাবনাহীন
আমি তো নই রঙ্গিন,
যে, পড়বো ঐ চোখে ধরা;
আমার তো সাদা- কালোয় জীবন গড়া।

আমি পারি না...

মন্তব্য০ টি রেটিং+০

"সাধন"

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

কামে্র পোকা মোর মাঝে,
যাচ্ছেতাই মিটাচ্ছি সকাল-সাঁঝে।
তোর হস্তে রয়েছে নাটাই
তুই করবি আমায় ছাটাই।

বুঝি না তোর লীলার তত্ত্ব,
লোভে ঠাসা কেবল মোর বৃও।
চোখের জলে হৃদয় সিক্ত,
আছো তুমি কোথায় সুপ্ত?

পাইনি সাড়া তোর আমি,
তুই...

মন্তব্য০ টি রেটিং+০

"অজানা এক দেশে"

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৩৬

সেদিন পাশাপাশি হাঁটছিলাম,
পড়ন্ত বিকেল বেলা;
দূর আকাশ জুড়ে কেবল,
ছুঁটছিল সাদা মেঘের ভেলা।

কালো মেঘ- সাদা মেঘ,
দিচ্ছিল দূরদেশে পাড়ী;
আদো আদো কথার ভারে,
ভরছিল আমাদের ভালবাসার গাড়ী।

গাড়ী দিবে পাড়ী,
অজানা এক দেশে;
ভালবাসার ছোঁয়ায় সেথা,
কাঁটবে...

মন্তব্য২ টি রেটিং+১

" ছল"

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:২৬

বলেছিলে স্বপ্ন ধরবে,
হাত রেখে মোর হাতে
ভাল-মন্দে রইবে তুমি;
আজীবন মোর সাথে।

তোমায় তখন বলেছিলাম একটু হেসে,
পারবে না আকড়ে ধরে,
থাকতে মোর হাত;
অজানা হাজারো আঘাত,
করে দিবে বরবাদ।

তুমি তখন ফুঁসিয়ে ওঠে,
বলেছিলে গলা ছেড়ে;
যতই আসবে আপদ-বিপদ,
আমাদের...

মন্তব্য৪ টি রেটিং+১

"স্বপ্নওয়ালা"

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩২

যখন হতাসায় পুড়বে কুঁড়ে কুঁড়ে,
মুখ ফিরিয়ে থাকবে সবাই দূরে;

যখন রঙীন ভূবন লাগবে অমধুর,
গাইবে না মন স্বপ্নের কোন সুর;

যখন মাঝপথে থামবে জীবন চাকা,
সবকিছু মনে হবে ফাঁকা ফাঁকা;

যখন গগনের ঐ নীলিমা যাচ্ছে...

মন্তব্য০ টি রেটিং+১

"তৃষ্ণা "

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

পুড়ছে হৃদয় সারাটিক্ষণ
বোঝে না দু:খ কোনো জন।
না, না বিরহে নয়,
তোমায় দেখার আকুলতায়,
প্রেমের তৃষ্ণা কি মেটে?
মূখের শত কথায়।

ঐ দেখেছি তোমায়
কতদিন পেরিয়ে যায়,
অনবরত আমার এ মন
শুধু তোমার পাণে ধায়।।

মা গো! আছ...

মন্তব্য৪ টি রেটিং+০

লক্ষ্য অটল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

নতুন কিছু করতে গেলেই,
আসে হাজার বিপত্তি;
ধর্য্যে নিয়ে এগিয়ে যাওয়ার,
থাকে না কোন শক্তি।

কত লোকে বলে কত কথা,
চূর্ণ করে হাজার স্বপ্ন;
হৃদয় মাঝে অফুরন্ত,
তোলে তীব্র ব্যথা।

খুঁজে মোরা পাই না তখন,
সাহস হারায় হাজারো মন;...

মন্তব্য০ টি রেটিং+০

" পরম বন্ধু"

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:০২

জীবনে যত বন্ধু জোটে,
তুমি সবার শীর্ষে;
তোমার মত পরম বন্ধু
নেই আর এই বিশ্বে।

তুমি আমাদের দুনিয়া- দাড়ি,
তোমাতে বাঁচা-মরা;
সেই তোমারি জন্যে,
নানান রূপে সাজে এই ধরা।

তুমি আমাদের চাওয়া-পাওয়া,
আছে প্রয়োজন যত;
তুমি আমাদের পাশে...

মন্তব্য৬ টি রেটিং+০

প্রতিবিম্ব

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

এই! জলে দিয়ো না পা।
দেখছ না, নি্ জ্ব প্রতিবিম্ব
তুমি যে ঢেউ খাবে!
হ্যাঁ, সত্যি!
সত্যি!!
তুমি যে দোল খাবে!
আমায় তখন দেখবে না ভাল;
হয়ে যাবে সবকিছু আবছা।

সেইটাই তুমি কি চাও?
লক্ষ্মীটি, শোন আমার কথা।
একটি বার...

মন্তব্য৩ টি রেটিং+০

খুঁজে ফেরা।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

ভাল লাগে কার বলুন?

ভীষণ চিন্তায় আছি! সেইটা নিয়েও চিন্তা! হেতু, তেমন যে চিন্তা করতে পারি, তাও না! এমন হয়ে গেছে- কাগজ আছে, কলম নেই; ইন্জ্ঞিন অাছে, তেল নেই; মাথা আছে,...

মন্তব্য০ টি রেটিং+০

বৃষ্টি

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০

চুপ!
কোন কথা না।
শুধু শোন
সাঁই সাঁই শব্দ।
হাত পাতলেই, পড়বে তোমার হাতে।
টিপ টিপ ফোঁটা।
বিশ্বাস কর।
কি স্বচ্ছ! কি পরিষ্কার!
অঝোর ঝোরে পড়ছে!
বিরাম নেই সেই পড়ার।
বায়না ধরো না, বলে--
ভিজবে এই জলে,
হারাতে চাই না...

মন্তব্য৪ টি রেটিং+০

বাস্তবতা

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

ঈদের দেখা বাঁকা চাঁদ,
দিনে দিনে হচ্ছে বড়
ফাঁকা ফাঁকা শহরগুলোয়
দলে দলে লোকজনে
হচ্ছে দ্রত জড়ো।

কেউ বা যাচ্ছে আকাশ পথে,
কেউ বা আবার ঘাটে
কেউ বা যাচ্ছে বাস-ট্রামে
কেউ বা আবার হাঁটে।

শুরু হবে বাঁচার লড়াই,
প্রতিযোগিতার দৌঁড়ে;
সময়মত...

মন্তব্য২ টি রেটিং+০

বাস্তবতা

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

ঈদের দেখা বাঁকা চাঁদ,
দিনে দিনে হচ্ছে বড়
ফাঁকা ফাঁকা শহরগুলোয়
দলে দলে লোকজনে
হচ্ছে দ্রত জড়ো।

কেউ বা যাচ্ছে আকাশ পথে,
কেউ বা আবার ঘাটে
কেউ বা যাচ্ছে বাস-ট্রামে
কেউ বা আবার হাঁটে।

শুরু হবে বাঁচার লড়াই,
প্রতিযোগিতার দৌঁড়ে;
সময়মত...

মন্তব্য০ টি রেটিং+০

"আছ কি সুখে?"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

হয়ত তুমি আমায় বোঝনি ভিতর থেকে,
অনুভব করনি আমার অন্তরে মিশে
বিরাজ করেছ আমার বাহির জগতে,
ঘুরে ফিরেছ আমার চর্তুদিকে।

যদি ঢুকতে আমার নয়ন তারায়,
তবে বুঝতে কিভাবে নিমিষে মন হারায়।
হারাতে দাওনি তোমার ঐ অবুঝ...

মন্তব্য০ টি রেটিং+০

" অভিমান"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১০

বেশ, বলছ না কথা,
এখন আমায় দেখে
আমায় যেদিন বলবে ডেকে,
কইছ না কেন কথা?
আমি রইব সেইদিন বেঁকে।

অভিমান সে তো মিছে নয়,
অভিমানেই তো চূর্ণ হয়,
প্রেমের পথে যত কষ্ট
এক নিমিষে হয়ে যায় ক্ষয়।

কথায় বলে-
কিছু...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.