![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলেছিলে স্বপ্ন ধরবে,
হাত রেখে মোর হাতে
ভাল-মন্দে রইবে তুমি;
আজীবন মোর সাথে।
তোমায় তখন বলেছিলাম একটু হেসে,
পারবে না আকড়ে ধরে,
থাকতে মোর হাত;
অজানা হাজারো আঘাত,
করে দিবে বরবাদ।
তুমি তখন ফুঁসিয়ে ওঠে,
বলেছিলে গলা ছেড়ে;
যতই আসবে আপদ-বিপদ,
আমাদের প্রেম ততই যাবে বেড়ে।
সেদিনের সেই স্বপ্নচারণ,
ভাবতে গেলেই চোখে আসে জল;
তাহলে কি ধরে নিব-
এত আশার কথারথুবড়ি,
সবটাই ছিল ছল।।।
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৪১
ঝুলন্ত টিকটিকি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য আবদুর রব শরীফ, ভাই আশা রাখি, সঙ্গে থাকবেন।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:২৫
কালনী নদী বলেছেন: আমিতো আগেই জানতাম সবটাই একটা মিষ্ঠি স্বপনের দু্ঃসপ্নে পরিনত হওয়া আর হার মেনে নেওয়ার জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া । কেন ?
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৫
ঝুলন্ত টিকটিকি বলেছেন: ওহ! চমৎকার বলেছেন, কালনী নদী। আর আপনাকে ধন্যবাদ অফুরন্ত।
হয়ত আপনার 'কেন' এর কোন সদ উওর দিতে পারব না। হয়ত, কারণটি এই রকম হতে পারে, সুখের স্মৃতির চেয়ে দু:খের স্মৃতি বেশী লিপিবদ্ধ হয় বলে। "এক পাওয়ার চেয়ে হাজার পাওয়া সৃষ্টি হয়" এই ভেবে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:২৯
আবদুর রব শরীফ বলেছেন: বলেছিলে স্বপ্ন ধরবে,
হাত রেখে মোর হাতে
ভাল-মন্দে রইবে তুমি;
আজীবন মোর সাথে।
ভাল মন্দে লাইনটা সুপার হয়ছে ৷