![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে যত বন্ধু জোটে,
তুমি সবার শীর্ষে;
তোমার মত পরম বন্ধু
নেই আর এই বিশ্বে।
তুমি আমাদের দুনিয়া- দাড়ি,
তোমাতে বাঁচা-মরা;
সেই তোমারি জন্যে,
নানান রূপে সাজে এই ধরা।
তুমি আমাদের চাওয়া-পাওয়া,
আছে প্রয়োজন যত;
তুমি আমাদের পাশে দাঁড়াও
প্রতিবেশীর মত।
তুমি আমাদের সবুজ-ছায়া,
শত-রঙীন পাতা
তোমাতেই মোরা খুলে বলি,
মনের যত ব্যথা।
তুমি আমাদের শ্বাস-প্রশ্বাস,
তুমি আমাদের বায়ু
তুমি আমাদের অক্সিজেন দিয়ে,
বাঁচিয়ে দাও আয়ু।
তুমি আমাদের টিকিয়ে রাখো,
তোমার স্বর্বস্য দিয়ে
মানুষ তবে খেলছে কেন?
সেই তোমাকে নিয়ে।।
বি:দ্র: পরম বন্ধু বলতে বৃক্ষকে বুঝানো হয়েছে।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভেচ্ছা রইল
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
ঝুলন্ত টিকটিকি বলেছেন: আপনার কথা যুক্তিপূর্ণ। ধন্যবাদ আপনায় প্রথম বার আমায় কিছু যুক্তিপূর্ণ বাণী দ্বারা ভাবিয়ে তুলবার জন্য।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭
ঝুলন্ত টিকটিকি বলেছেন: অপূর্ণ রায়হান, আপনায় ধন্যবাদ দিয়ে অনুগ্রহ পেতে চাই না। তার চেয়ে বরং আপনায় আমার বক্ষমাঝে রেখে, চিরদিনের ভাল-মন্দের ভাবনায় অংশীদারিত্বতের সঙ্গী করে নিলুম।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন । পড়ে ভালো লাগলো ।
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য মন্তব্যকারীর নামের উপরে তারিখের লাইনের ডান পাশে চিহ্ন দেয়া আছে । ওখানে ক্লিক করে উত্তর দিন ।
শুভ কামনা । ভাল থাকুন ।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪
ঝুলন্ত টিকটিকি বলেছেন: কলমের কালি শেষ, অশেষ ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৩
খেলাঘর বলেছেন:
গাছের বন্ধু গাছ, মাছের শত্রু মাছ।