![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুড়ছে হৃদয় সারাটিক্ষণ
বোঝে না দু:খ কোনো জন।
না, না বিরহে নয়,
তোমায় দেখার আকুলতায়,
প্রেমের তৃষ্ণা কি মেটে?
মূখের শত কথায়।
ঐ দেখেছি তোমায়
কতদিন পেরিয়ে যায়,
অনবরত আমার এ মন
শুধু তোমার পাণে ধায়।।
মা গো! আছ তুমি কেমন?
জানে না আমার এ মন
শুধু নিরবে প্রার্থনা করে,
আর্শীবাদে ভরিয়ে দাও
তোমার গর্ভে ধারণ করা,
আমার এই জীবন।।
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঝুলন্ত টিকটিকি বলেছেন: ধন্যবাদ এ কে এম রেজাউ করিম, আমায় উৎসাহিত করবার জন্য। ভাল থাকবেন এবং সংঙ্গে থাকবেন।
২| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা।
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঝুলন্ত টিকটিকি বলেছেন: আপনাকেও অফুরন্ত ধন্যবাদ, রোদেলা। হয়ত, কোনো খানে আমাদের এক্যটান আসবে। সেই আশায় পথচলা। ভাল থাকবেন এবং আপনিও লেখা চালিয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
এ কে এম রেজাউল করিম বলেছেন: কবিতা পড়ে খুব ভালো লাগল ।
কবির প্রতি সুভেচ্ছা রহিল ।