![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের দেখা বাঁকা চাঁদ,
দিনে দিনে হচ্ছে বড়
ফাঁকা ফাঁকা শহরগুলোয়
দলে দলে লোকজনে
হচ্ছে দ্রত জড়ো।
কেউ বা যাচ্ছে আকাশ পথে,
কেউ বা আবার ঘাটে
কেউ বা যাচ্ছে বাস-ট্রামে
কেউ বা আবার হাঁটে।
শুরু হবে বাঁচার লড়াই,
প্রতিযোগিতার দৌঁড়ে;
সময়মত যোগ দিতে কাজে
অনেকে যাচ্ছে রেখে,
ঘরে সুন্দরী বৌরে।।
এই তো কঠিন বাস্তবতা,
নেই তো বেশী আর স্বপ্ন,
এই পৃথিবীর মানুজ আজ
শুধু টাকার পিছে মগ্ন।।
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৮
ঝুলন্ত টিকটিকি বলেছেন: অপূর্ণ রায়হান ভাই, আপনায় শ্রদ্ধার ডালি ভরা শ্রদ্ধা নিবেদন করলাম। সাথে, ধন্যবাদ এই ভেবে, আপনার অজান্তে আমায় উৎসাহিত করবার জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো ।
পোস্ট দুইবার এসেছে ।