![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন পেয়ে ধন্য আমি!
মানুষ আমি নয় তো দামি।
প্রার্থনা করি সৃষ্টিকর্তায়
মগজ ডালি দিল মাথায়।
প্রনাম জানায় তাদের প্রতি,
যারা দিল জীবন বাতি।
চলতি পথে দিল সাহস,
টপকে যাওয়ার বিপদ ঘাঁটি।
হয়ত আমার শুভদিন
নেই চোখে...
হতাসা গ্রস্তমন,
সারাক্ষণ চায় আনন্দ
মন খারাপ হয়ে যায়,
যখনি বাঁধে মনের সঙ্গে মনের দন্ড।
একদিনে হয় না কোনকিছুর সৃষ্টি,
ভাল সম্পর্কের মূল হাতিয়ার,
সবার প্রতি-
ভাল মন -মানসিকতার দৃষ্টি।
ধীরে ধীরে যে সম্পর্কের হয় ভিত্তি
তা হয়ে যায়...
সবকিছু নতুন করে পাওয়া,
যা ছিল মূল্যবান
তা জীবন থেকে হারিয়ে যাওয়ার বেদনায়,
সারানিশি কাটে আর কি আশায়?
ভাবতে পারিনি এমনি করে,
চূূর্ণ-বিচূর্ণ করে শেষ হবে সব
কারণ ছিল না কোন-
নিজের অজান্তে হয়ে গেছে ভুল
আপন স্মৃতি...
অদেখা হয়ে যাবে দেখা
ভাবতে পারিনি কোনদিন!!
নিজের অজান্তে তুমি,
হৃদয়ে আমার হয়ে থাকবে রঙ্গিন।
জানা-অজানা অনেক কথা
ভাববো সারাক্ষণ আমার হৃদয়ে আমি।
আমার এই শুন্য হৃদয়ে
রং-ছড়ায়ে সারাক্ষণ থাকবে তুমি।
নিজের কি আর সাধ্য আছে?
তোমায় ছেড়ে...
হয়ত প্রথম দেখা আজকের নয়,
অনেকদিন আগে দেখা হয়েছিল;
কোন এক শুভক্ষণে,
তখন থেকে হৃদয়ে আজও
গাঁথা তোমার কথা অনবর্ত।
কিন্তু,কোনদিন ঘটেনি তার প্রকাশ,
হৃদয়ে সুপ্ত রয়ে গেছে সেই অব্যক্ত কথা;
অপেক্ষার প্রহর শেষ হয় না,
শেষ হবে...
হঠাৎ শুরু বলা,
হঠাৎ শুরু চলা,
প্রত্যহ, একটু ভাবতে ভাবতে...
দিনের পর দিন ঘ্রাস হয়ে যাচ্ছি। নি:শেষ হয়ে যাচ্ছি;নিজের অস্তিত্ব তলিয়ে ফেলছি। এমন দিন বেশী দূরে নয়, ঠিক ছাঁকনী দিয়ে ছাঁকেও নিজের তারকাউজ্জ্বল অস্তিত্ব আর খোঁজে মিলবে না।
এই যে, আজকাল...
কখনও ভাবিনি আমি!
এমনি করে আসবে তুমি।
আমার এই আশাহীন জীবনে;
অগণিত আশার ডালি নিয়ে।
যেখানটায় শূন্যতা বিরাজ করত একদিন,
সেখানটায় আজ বিরাজও মান স্বপ্ন
সবকিছু যেন ভাবনাহীন।
প্রত্যেক কিনারে কিনারে তার আশার বানী
আমার এই ছোট্ট জীবনে,
ঘর...
কখনও ভাবিনি আমি!
এমনি করে আসবে তুমি।
আমার এই আশাহীন জীবনে;
অগণিত আশার ডালি নিয়ে।
যেখানটায় শূন্যতা বিরাজ করত একদিন,
সেখানটায় আজ বিরাজও মান স্বপ্ন
সবকিছু যেন ভাবনাহীন।
প্রত্যেক কিনারে কিনারে তার আশার বানী
আমার এই ছোট্ট জীবনে,
ঘর...
©somewhere in net ltd.