![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু নতুন করে পাওয়া,
যা ছিল মূল্যবান
তা জীবন থেকে হারিয়ে যাওয়ার বেদনায়,
সারানিশি কাটে আর কি আশায়?
ভাবতে পারিনি এমনি করে,
চূূর্ণ-বিচূর্ণ করে শেষ হবে সব
কারণ ছিল না কোন-
নিজের অজান্তে হয়ে গেছে ভুল
আপন স্মৃতি পর হল
ভেবে পাই না কুল।
তবু, শান্তনা এই ভেবে,
দিব না কাউকে দোষ।
যা ছিল ভাগ্যে আমার
মেনে নিতে হবে তা অবশেষ।
©somewhere in net ltd.