নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

ঝুলন্ত টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

আর কত?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯

দিনের পর দিন ঘ্রাস হয়ে যাচ্ছি। নি:শেষ হয়ে যাচ্ছি;নিজের অস্তিত্ব তলিয়ে ফেলছি। এমন দিন বেশী দূরে নয়, ঠিক ছাঁকনী দিয়ে ছাঁকেও নিজের তারকাউজ্জ্বল অস্তিত্ব আর খোঁজে মিলবে না।

এই যে, আজকাল বাংলার মাঝে ইংরেজি বলছি, তাতে কি সত্যি নিজের মান বাড়ছে? না, শুধু খানিকক্ষনের জন্য অন্যের কাছে নিজেকে ভাল দাবি সাজানোর চেষ্টা।

সত্যি বলতে, আপনাদের ভাষায়
"স্মার্টনেস" বাংলার মাঝে ইংরেজি বলাতে বৃদ্ধি পায় না,
তা কেবল বৃদ্ধিপায়,নিজস্ব কর্মে,ভাল, মিষ্টি, সাবলীল কথায়,নিজস্ব ভাল স্বভাব-চরিত্র এবং নিজেকে ভালভাবে অন্যের কাছে উপস্থানের মাধ্যম।

কিন্তু আমরা নির্বোধেরা,কেবল
অন্য ভাষার কিছু অংশ নিজের
মাতৃভাষার মাঝে মিলিয়ে দিয়ে,নিজের ব্যক্তিত্ব (স্মার্টনেস) বাড়ানোর নামান্তরে নিজের মাতৃভাষার অবমাননা করছি না কি?
তাও যদি হত,আমরা সমস্ত অনুভূতিগুলো ইংরেজি কিংবা অন্যে ভাষার যে কোন ভাষায়, সম্পূর্ণ ভাষাটি ব্যবহার করে প্রকাশ করতাম।কোন ভাষা শিখা বা চর্চা করা অন্যায় নয়। বরং, নিজের প্রয়োজনে বেশী প্রয়োজন।
আর কত!
আসুন না, বিষয়টিতে নিজেই নিজেকে সজাগ করে, নিজের মা,দেশ তথা নিজের অবমাননা থেকে নিজেকে অব্যাহতি দেয়। মনে রাখতে হবে, "দশে মিলে করি কাজ,হারি-জিতি নাহি লাজ।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.