নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

ঝুলন্ত টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

নব ফাল্গুন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

কখনও ভাবিনি আমি!
এমনি করে আসবে তুমি।
আমার এই আশাহীন জীবনে;
অগণিত আশার ডালি নিয়ে।

যেখানটায় শূন্যতা বিরাজ করত একদিন,
সেখানটায় আজ বিরাজও মান স্বপ্ন
সবকিছু যেন ভাবনাহীন।

প্রত্যেক কিনারে কিনারে তার আশার বানী
আমার এই ছোট্ট জীবনে,
ঘর আলো করে আসা।
হায় ! মোর স্বাদের নতুন আগমনী।

কি নাম দিব তোমার?
ভেবে পাই না কূল
নূতনের মতেই ভেবে,
নাম দিলুম- 'নব ফাল্গুন'।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪০

ঝুলন্ত টিকটিকি বলেছেন: সকলেই নিজের জিনিসকে শ্রেষ্ঠ বলে দাবি করে। কিন্তু আমার সে স্বাধ্য নেই। আমার সব ভাবনা আপনাদের ঘিরে। আপনাদের উপরি ছেড়ে দিলাম, আমার ভাল মন্দের ভাবনা। আর সেইটাই স্বাভাবিক কি? দারুণ স্বাভাবিক! সেই স্বাভাবিকতার বাহিরে গিয়ে নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করতে চাইনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.