![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত প্রথম দেখা আজকের নয়,
অনেকদিন আগে দেখা হয়েছিল;
কোন এক শুভক্ষণে,
তখন থেকে হৃদয়ে আজও
গাঁথা তোমার কথা অনবর্ত।
কিন্তু,কোনদিন ঘটেনি তার প্রকাশ,
হৃদয়ে সুপ্ত রয়ে গেছে সেই অব্যক্ত কথা;
অপেক্ষার প্রহর শেষ হয় না,
শেষ হবে কি না, অাদৌও নেই জানা!
এই হৃদয়ে হাসি-টাট্টা মানা,
আছে শুধু হৃদয় ভরা দু:খ-বেদনা।
তবুও একদিন হয়ত দেবে তুমি সারা;
তখন হৃদয় আমার হয়ে যাবে-
বাঁধনহারা,
মুক্ত পাখির মত হয়ে যাবে-
দিশেহারা।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
ঝুলন্ত টিকটিকি বলেছেন: মন্তব্য করবার কে আমি! যা মন্তব্য, সে তো আপনাদের দেবার কথা। অামি শুধু সেই সব মন্তব্যকে পাথেয় করে, আমার অমসৃণ পথচলাকে, অমসৃণ করবার নিমিত্তে, সদা চিত্তে বহিবো আকুলতা। ধন্যবাদ সক্কলকে।