নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

ঝুলন্ত টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

"শুভক্ষণ"

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

হয়ত প্রথম দেখা আজকের নয়,
অনেকদিন আগে দেখা হয়েছিল;
কোন এক শুভক্ষণে,
তখন থেকে হৃদয়ে আজও
গাঁথা তোমার কথা অনবর্ত।

কিন্তু,কোনদিন ঘটেনি তার প্রকাশ,
হৃদয়ে সুপ্ত রয়ে গেছে সেই অব্যক্ত কথা;
অপেক্ষার প্রহর শেষ হয় না,
শেষ হবে কি না, অাদৌও নেই জানা!

এই হৃদয়ে হাসি-টাট্টা মানা,
আছে শুধু হৃদয় ভরা দু:খ-বেদনা।
তবুও একদিন হয়ত দেবে তুমি সারা;
তখন হৃদয় আমার হয়ে যাবে-
বাঁধনহারা,
মুক্ত পাখির মত হয়ে যাবে-
দিশেহারা।

মন্তব্য -২ টি রেটিং +০/-০

মন্তব্য (-২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

ঝুলন্ত টিকটিকি বলেছেন: মন্তব্য করবার কে আমি! যা মন্তব্য, সে তো আপনাদের দেবার কথা। অামি শুধু সেই সব মন্তব্যকে পাথেয় করে, আমার অমসৃণ পথচলাকে, অমসৃণ করবার নিমিত্তে, সদা চিত্তে বহিবো আকুলতা। ধন্যবাদ সক্কলকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.