নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

ঝুলন্ত টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

"রঙ্গিন চশমা"

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

ও কি আমায় ভাববে?
ভীষণ হয় ভয়!!
চিন্তায় নিভিয়ে যায় স্বপ্ন।

ঐ চোখে যে রঙ্গিন চশমা,
সবকিছু খোঁজে ভাবনাহীন
আমি তো নই রঙ্গিন,
যে, পড়বো ঐ চোখে ধরা;
আমার তো সাদা- কালোয় জীবন গড়া।

আমি পারি না লজ্জার মাথা খেতে,
ওর ভাবনা নিয়েছি গেঁথে।
অন্তরে পুড়ে হয়ে যাবো শেষ
তবু ফেলতে দিবো না
ওর অন্তরে মোর ভালবাসার আবেশ।।

বাস্তব রোদে পুড়ে যেদিন,
ওর কাটবে ঘোর;
নিগূড় অন্ধকার মাঝেও সেদিন,
আমার অন্তর নিগ্রানো ভালবাসায়,
ওর আকাশে উদিত হবে
মোর নক্ষত্রের জ্যোর্তিময় ভোর।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.