![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ!
কোন কথা না।
শুধু শোন
সাঁই সাঁই শব্দ।
হাত পাতলেই, পড়বে তোমার হাতে।
টিপ টিপ ফোঁটা।
বিশ্বাস কর।
কি স্বচ্ছ! কি পরিষ্কার!
অঝোর ঝোরে পড়ছে!
বিরাম নেই সেই পড়ার।
বায়না ধরো না, বলে--
ভিজবে এই জলে,
হারাতে চাই না তোমায়,
কোন অজুহাতের ছলে।।
২| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮
ঝুলন্ত টিকটিকি বলেছেন: অফুরন্ত ধন্যবাদ, তানভীর ভাইকে। সত্যি বলতে, একদিকের শুভ কামনায়, শুভকামনা পাকাপোক্ত হয় না। শুভকামনা যে আপনারও প্রাপ্য। আমার শুভকামনা গ্রহণ করে, আমায় চিরদিনের বুন্ধত্বের ডোড়ে বাঁধবেন, এই মিনতী বহিবো সদা চিত্তে।
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪
ঝুলন্ত টিকটিকি বলেছেন: আমার অফুরন্ত ধন্যবাদ রইল কলমের কালি শেষ এর প্রতি। আপনার ভালো লাগায় শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
তানভীর আকন্দ বলেছেন: real poetry can communicate before it is understood-T.S Eliot
এই কবিতা আমার সাথে কমিউনিকেট করে ফেলেছে!
কবির জন্য শুভকামনা রইল