![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামে্র পোকা মোর মাঝে,
যাচ্ছেতাই মিটাচ্ছি সকাল-সাঁঝে।
তোর হস্তে রয়েছে নাটাই
তুই করবি আমায় ছাটাই।
বুঝি না তোর লীলার তত্ত্ব,
লোভে ঠাসা কেবল মোর বৃও।
চোখের জলে হৃদয় সিক্ত,
আছো তুমি কোথায় সুপ্ত?
পাইনি সাড়া তোর আমি,
তুই ছিলি এত দামি।
বোকার বোকা, আমি বোকা,
প্রতিনিয়ত পাচ্ছি দোকা।
তুই আছিস সর্বখানে,
খুঁজে ফিরি তোর মানে।
গুপ্ত কথা জানে যেজন,
তারাই করে তাত্ত্বিক সাধন।।
©somewhere in net ltd.