নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝুলন্ত টিকটিকি

সত্যি কথা বলতে, এখানে কিছু বলার নেই! আমার মনের সুপ্ত যত কথা আমার লেখুনীর মধ্য দিয়ে ফুটে তোলার চেষ্টা করব! আশা রাখি,অনবরত আমার সাথে থাকবেন ।

ঝুলন্ত টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

"আছ কি সুখে?"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

হয়ত তুমি আমায় বোঝনি ভিতর থেকে,
অনুভব করনি আমার অন্তরে মিশে
বিরাজ করেছ আমার বাহির জগতে,
ঘুরে ফিরেছ আমার চর্তুদিকে।

যদি ঢুকতে আমার নয়ন তারায়,
তবে বুঝতে কিভাবে নিমিষে মন হারায়।
হারাতে দাওনি তোমার ঐ অবুঝ মন
তাহলে খুঁজবে কিভাবে-
আমার মাঝে কি আছে অমূল্য ধন।


যদি নি:শ্বাসে রাখতে নি:শ্বাস
তাহলে আমাতে থাকত বিশ্বাস।
যদি আমায় চাইতে মন থেকে
হয়ত আজ যেত না,
দূরন্ত গতিতে চলন্ত পথ বেঁকে।


বাহির জগতের কষ্ট রাখা যায় ঢেঁকে,
ভিতর জগতের সুপ্ত ক্রন্দন,
রাখা যায় না চেপে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.