![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করতে গেলেই,
আসে হাজার বিপত্তি;
ধর্য্যে নিয়ে এগিয়ে যাওয়ার,
থাকে না কোন শক্তি।
কত লোকে বলে কত কথা,
চূর্ণ করে হাজার স্বপ্ন;
হৃদয় মাঝে অফুরন্ত,
তোলে তীব্র ব্যথা।
খুঁজে মোরা পাই না তখন,
সাহস হারায় হাজারো মন;
ছেড়ে পালায় বন্ধু- বান্ধব,
কাছের দূরের আত্মীয়-স্বজন।।
কিন্তু মোদের লক্ষ্য অটল,
মোরা এগিয়ে যাব,
পিছন ফেলে, শত ফাঁটল।
মোরা ভয় করি না কো,
মরণ- বরণ;
এই পৃথিবী একদিন মোদের, করবেই স্মরণ।।
©somewhere in net ltd.