নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো, একগুঁয়ে, অবাধ্য ...

গজ-কচ্ছপ

মিথুন রাশির জাতক ...

গজ-কচ্ছপ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক পেইজের ভিক্ষামূলক স্ট্যাটাস সমগ্র X(( X( X(

২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৪

বিগত ১২-১৪ মাসে ফেসবুকে কয়েক হাজার বাংলা পেইজের আবির্ভাব ঘটেছে।। প্রথম দিকে কিছু ভালো এবং সৃজনশীল পেইজ থাকলেও পরে মূলত এইটা এক ধরনের ট্রাডিশনে পরিণত হয়েছে। ফেসবুকে আইডি আছে কিন্তু ২/৪টা পেইজের এডমিন না এমন মানুষ মনে হয় খুব বেশি পাওয়া যাবে না। এখন পোলাপান কোন মতে একটা নাম জোগাড় করতে পারলেই খুলে ফেলে পেইজ আর সেই সাথে শুরু হয়ে যায় লাইক ভিক্ষা।। সারাদিন লাইক চেয়ে চেয়ে মানুষরে অতিষ্ঠ করে ফেলা এই রকম কিছু স্ট্যাটাস নিয়েই এই পোষ্ট। দেখলেই এডমিনের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করতে মনে চাওয়া অইসব স্ট্যাটাসসমূহের একাংশ নিম্নরূপঃ

১) শুভ সকাল/বিকাল/রাত্রি বন্ধুরা।। দেখি তো কারা কারা অনলাইনে আছেন?? একটি করে লাইক দিনতো সবাই।
২) আর মাত্র ২০ মিনিট বাকি আছে সেহরির। যারা যারা সেহরি করে ফেলেছেন লাইক দিন মামুরা।
৩) আজকে যারা যারা রোযা রাখছেন লাইক দিন।
৪) রাইত ২টা বাজেঃ রাতের পাখিরা লাইক দিন তো দেখি।।
৫) যে কোন ফেভারিট এথলেটের ছবি দিয়ে ক্যাপশন হলোঃ বসের জন্য কত লাইক??
৬) এই বছর ব্যালন ডি অর কে পাবে?? মেসি হলে লাইক, রোনালদো হলে কমেন্ট।
৭) একটা পিচ্ছি বাবুর ছবি দিয়ে ক্যাপশনঃ ওমা!! দেখছেন বাবুটা কত্ত কিউট?? এক লাইক সমান ১০টা কিস।
৮) হৃদয় খান কিংবা ইভা রহমানের ছবি দিয়ে ক্যাপশনঃ ১ লাইক সমান ১০ থাপ্পর।
৯) সাকিব-আল-হাসানের একটা ছবি দিয়াঃ ময়নার জন্য ধুমায়ে লাইকান।
১০) আপনার জন্মসাল যদি ১৯৮৮ থেকে ২০০০ এর মধ্যে হয় তাহলে একটি লাইক দিন।
১১) শুক্রবারঃ কারা কারা জুম্মার নামাজ পড়লেন লাইক দিয়ে জানান।
১২) আপনি যদি আপনার মাকে ভালোবাসেন লাইক দিন।।
১৩) মেয়েরা লাইক, আর ছেলেরা কমেন্ট করুন তো দেখি আমাদের পেইজে কার সংখ্যা বেশি?
১৪) যারা ভুত বিশ্বাস করেন তারা লাইক দিন।।
১৫) হুমায়ূন আহমেদের ছবি কিংবা কোন লিখা দিয়ে শেষ লাইনেঃ স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে চাইলে লাইক দিন।
১৬) শাওনের ছবি দিয়েঃ একটি সুন্দর সংসার ভেঙ্গে দিতে এইরকম মানুষরূপি একজন ডাইনিই যথেষ্ট। একমত হলে লাইক দিন।
১৭) এখন কারা কারা আমাদের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন?? আমাদের পেইজে একটিভ থাকতে লাইক দিন।
১৮) আপনি কি জীবনে কাওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন?? লাইক দিয়ে জানান।।
১৯) মিনা কার্টুনের কোন ছবি দিয়েঃ কার কার মনে আছে এইটার কথা লাইক দিন।
২০) কাকে বেশি ভালো লাগে টম নাকি জেরী??
দয়া করে, একটি Like দিয়ে যান. আপনার এই একটি LIKE-ই আপনাকে Islam সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করতে পারে। আপনার ইচ্ছা হলে আমাদের পেজ টি share করুন।
২১) বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল ডিজিটাল
২২) গতকাল থেকে শুরু হয়েছে Facebook বন্ধুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ গ্রহণ করে পুরষ্কার জিততে লাইক দিন Quize For Everybody পেইজটিতে।
২৩) যারা বাংলা কবিতা ভালবাসেন তারা একবার আমাদের পেজ ঘুরে আসুন........এখানে পাবেন নতুন নতুন সব কবিদের কবিতা....... ভাল লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন..............
২৪) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উঃ ১৯৯৩ সালে।
....aro Jante plzz join this page....


**এই জাতের আরো অনেক স্ট্যাটাস প্রতিদিনই ফেসবুকে আমাদের দেখতে হয়। কেও চাইলে কমেন্টে লিখতে পারেন আমি এড করে দিবো।। :)

মন্তব্য ৩৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৭

পলাশমিঞা বলেছেন: আল্লার ওয়াস্তে একটা লাইক দেওরে!

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০১

গজ-কচ্ছপ বলেছেন: এতো পুরাই ব্যাকডেটেড ভিক্ষুক। :P

২| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৮

পাকাচুল বলেছেন: আপনাকে লাইক দিলাম।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩

গজ-কচ্ছপ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৫

তামিম ইবনে আমান বলেছেন:
আপনি যদি পুরুষ হন লাইক মেয়ে হলে কমেন্ট আর হিজড়া হইলে কিছুই করবেন না ;)

২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

গজ-কচ্ছপ বলেছেন: ভাই পত্থম লাইকটা আপনে দিছেন তো? :P

৪| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

বোকামানুষ বলেছেন: নতুন ধরনের এক ইমোশনাল ব্ল্যাকমেইল। আমাদের এই ফটো টি শেয়ার করুন। আপনার সব ফ্রেন্ড একবার হলেও কালেমা টি পরবে, ও আপনি সওয়াব পাবেন।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০৫

গজ-কচ্ছপ বলেছেন: সহমত। অইসব ছ্যাচড়া পোলাপান যেই পোষ্ট দিয়া ভালো ধান্দা হয় অইটা নিয়াই নাইমা পরে। X(

৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০০

রিয়া হাবিব বলেছেন: হাহাহা

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০৬

গজ-কচ্ছপ বলেছেন: আফু আপনার হাসিটারে লাইক দিলাম। ;)

৬| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০০

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন:

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০৯

গজ-কচ্ছপ বলেছেন: মানুষের মৃত্যু নিয়াও ওরা অবলীলায় ধান্দা করে যায়। হুমায়ূন আহমেদের মৃত্যুর দিন কিছু কিছু পেইজে মৃত্যু সংবাদ দিয়ে বলা হয়েছিলো "আরো আপডেট পেতে হলে লাইক দিন''। ওগো ছ্যাচড়ামির কোনই সীমা নাই। X(

৭| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:১১

[বাকের ভাই] বলেছেন:

৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:১৩

[বাকের ভাই] বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/11133/small/?token_id=f4d577df80ccc439419b2956c340210b



এই হলো অবস্থা !!!!

৯| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২১

শান্তা273 বলেছেন: দয়া করে, একটি Like দিয়ে যান. আপনার এই একটি LIKE-ই আপনাকে Islam সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করতে পারে। আপনার ইচ্ছা হলে আমাদের পেজ টি share করুন।

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল ডিজিটাল
2.বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উঃ ১৯৯৩ সালে।
....aro Jante plzz join this page....

গতকাল থেকে শুরু হয়েছে Facebook বন্ধুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ গ্রহণ করে পুরষ্কার জিততে লাইক দিন Quize For Everybody পেইজটিতে।

যারা বাংলা কবিতা ভালবাসেন তারা একবার আমাদের পেজ ঘুরে আসুন........এখানে পাবেন নতুন নতুন সব কবিদের কবিতা....... ভাল লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন..............

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩২

গজ-কচ্ছপ বলেছেন: আফু আপনার ভান্ডার তো আমার চেয়েও বেশি সমৃদ্ধ দেখা যায়। :P

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬

গজ-কচ্ছপ বলেছেন: আফু আপনারগুলা এড করে দিলাম।

১০| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২১

একুশে২১ বলেছেন: বোকামানুষ ভাইয়ের কথাটার সাথে আমার মনের কথাটা একদম মিলে গেছে। আর ভাইজান আপনার মতো আমার মেজাজটা খুব খাটো হয় যখন এরকম ছ্যাঁচড়ামি দেখি। কিন্তু কি আর করা।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৭

গজ-কচ্ছপ বলেছেন: আনলাইক করলেও খুব বেশি একটা কাজ হয় না। ট্যাগ দিয়া হইলেও এই ছ্যাচড়ামি ওরা করবোই।। X(

১১| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:২২

[বাকের ভাই] বলেছেন:



এই হইলো অবস্থা । আমি জীবনেও লাইক দেই না ।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৮

গজ-কচ্ছপ বলেছেন: কিছুদিন পর এই লাইনেও চইল্যা আসতে পারে। অই ছ্যাচড়াগো ভরসা নাই।

১২| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৫

ভদ্র পোলা বলেছেন: রিমান্ডে নিয়া জিজ্ঞেস করা লাগবে ,

" ডিম চিকিৎসার জন্য লাইক , রাম ধোলাই এর জন্য কম্মেন্ট ( চিক্কুর মারন লাগবো !!!) , আর পায়ে বাড়ি খেতে শেয়ার করুন !!!!

- তাও যদি শিক্ষা হয় !!!

তবুও শ্যালাদের শিক্ষা হবে না !! , বের হইয়া বলবে , " দোস্ত , মাইর খাইয়া হাড্ডি ভাঙলে লাইক ...... না ভাঙলে কমেন্ট ............ মজা লাগ্লে শেয়ার কর !!!!! "

কুকুরের লেঞ্জা সোজা হইলে হইতে ও পারে , মাগার ,এডমিন দের লাইক রোগ !!!

মুহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা.................................

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৯

গজ-কচ্ছপ বলেছেন: আপনার কথায় ব্যাপক সত্যতা বিদ্যমান। :P

১৩| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: র সা য় ন! রসায়ন!!

১৪| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:০০

ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: ঠিকই কইছেন ভাই...... বস্তিতে বেড়ে উঠা এই সব বেজন্মা এডমিনরা হয়তো কিছু দিন পর বলেই বসবে...

" বন্ধুরা, আমার বাবা মারা গেছেন...খুশি হইলে লাইক দেন আর না হইলে কমেন্ট করেন...!!!!

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৮

গজ-কচ্ছপ বলেছেন: এমন করলেও খুব বেশি অবাক হবো না।

১৫| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
উলে উলে উলে কত্ত সুন্দর বাবুতা :D :D


ওর জন্য তোমারা কয়টা লাইক দিবা !! X(

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৯

গজ-কচ্ছপ বলেছেন: অরে লাইক দিমু, আর এডমিন তরে দিমু গদাম। X(

১৬| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: Awww Cho Cute :D
R u love to walk in rain ♥

অবলীলায় স্বীকার করছি - আমার একটা পেইজ আছে - তবে লাইক ভিক্ষা চাই না - একটু আগে উপড়ের লেখাটা দিয়ে একটা কিউট বেবির রেইনে হাটছেঁ তেমন ছবি দিলাম ... আমি বৃষ্টি প্রচন্ড ভালোবাসি ...পেইজে আমি আমার অনুভূতি শেয়ার করি ..

ব্লগেও তাই করি - ছোট গল্প আর কবিতা দিয়েই ব্লগে লিখি যাহা আমার একান্ত নিজের কল্পনা ... ভাই আপনার ব্লগে তো দেখলাম না তেমন গবেষনা মূলক পুষ্ট ... তয় এইডা প্রথম পাইলাম


লাইক দিলাম আপনারে ... গাধা কইবেন নাকি এতো প্যাচাঁলা পারলাম বইলা নাকি এর নিচে নামাবেন ( শুনতে আবার ঢুঁ মারমু কিন্তু ) হাহাহাহহা




৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:১১

গজ-কচ্ছপ বলেছেন: ভাই সব পেইজ তো আর ছ্যাচড়ামির পিলার দিয়া গড়া না।। আপনারটা আপনার ফিলিংসের পিলার দিয়া গড়া।

১৭| ৩০ শে জুলাই, ২০১২ ভোর ৪:২২

আমি একটু অন্য রকম বলেছেন: ভদ্র পোলা বলেছেন: রিমান্ডে নিয়া জিজ্ঞেস করা লাগবে ,

" ডিম চিকিৎসার জন্য লাইক , রাম ধোলাই এর জন্য কম্মেন্ট ( চিক্কুর মারন লাগবো !!!) , আর পায়ে বাড়ি খেতে শেয়ার করুন !!!!

- তাও যদি শিক্ষা হয় !!!

তবুও শ্যালাদের শিক্ষা হবে না !! , বের হইয়া বলবে , " দোস্ত , মাইর খাইয়া হাড্ডি ভাঙলে লাইক ...... না ভাঙলে কমেন্ট ............ মজা লাগ্লে শেয়ার কর !!!!! "

কুকুরের লেঞ্জা সোজা হইলে হইতে ও পারে , মাগার ,এডমিন দের লাইক রোগ !!!

মুহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা.

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৬

বিডি আইডল বলেছেন: এই লাইক ভিক্ষা করে এদের আর্থিক লাভটা ঠিক কিভাবে হয় এইটা আমি এখনও ঠাওর করতে পারলাম না!

০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

গজ-কচ্ছপ বলেছেন: আপনার আমার মত ভালা মানুষ মনে হয় এইগুলা ঠাওরাইতে পারবো না। ঠাওরাইতে হইলে অগো মত ছ্যাচড়ার খাতায় নাম লেখাইতে হইবো।। :P

১৯| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৫

মো: আতিকুর রহমান বলেছেন: হেহেহেহেহে =p~ ফাটিয়ে দিয়েছেন :D :-B B:-) =p~

০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২০

গজ-কচ্ছপ বলেছেন: =p~ =p~ :> =p~ =p~

২০| ২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৭

বুদ্ধিমান একটি ছেলে আমি বলেছেন: কোন একটি ধর্ম সম্পর্কিত পোস্ট দিয়ে/ ছবি আপ্লোড করে নিচে লিখে, " যদি প্রকৃত মুসলমান হন তো লাইক দিন", "শেয়ার না করলে আপনি কাফের হয়ে যাবেন।", "লাইক না করলে বুঝব আপনারা মুসলমান না।" ইত্যাদি ইত্যাদি...।

আরো আছে, " কৃষ্ণকায় কোন পিচ্চির ছবি দিয়ে নিচে লিখে, "I know that you won't like this picture because you are a racist", "আপনি যদি Racism এর বিপক্ষে হন তো লাইক দিন, পক্ষে হলে কমেন্ট করুন।"

এইরূপ লাইক-ভিক্ষুক দের যথাসম্ভব জুতা পেটা করা উচিত। আরে শালারা তোরা যদি আউল ফাউল খারাপ ছবি (যেমন সানি লিওন) আপলোড করে বলে আপনারা যদি এনার ফ্যান তো বসে থাকবেন না, দ্রুত লাইক করুন, লাইক করে একটিভ থাকুন। আরে ভাদা তোরা কি মনে করছিস লাইক দিলে তা সানি লিওন বা কোন সেলিব্রেটি জেনে তোদের ইনাম দিয়ে যাবে তার ছবিতে লাইক বাড়ানোর জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

গজ-কচ্ছপ বলেছেন: খোদা এই মূর্খদের হেদায়েত দিক। আমীন।

২১| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৫

পরিযায়ী বলেছেন: আমার জানা মতে ফেসবুক এর সব থেকে বড় লাইক ভিক্ষুক এই পাগেঃ https://www.facebook.com/bdwebportal

ওদের এমন কোন স্ট্যাটাস নাই যেখানে ওরা লাইক ভিক্ষা চায় নাই।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

গজ-কচ্ছপ বলেছেন: সহমত। ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.