নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির শুরু থেকে আজ অব্দি মানুষের মনের অভাব পূর্ণ হয়নি । তাইতো আমি মনের খোরাক যোগাড়ে ব্যস্ত ।

মো: রায়হান চৌধুরী

সাধারণ এক মানুষ

মো: রায়হান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আসছে সোনা কিন্তু যাচ্ছে কোথায় ?

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

আজ থেকে ১০ বছর পরে সাধারন জ্ঞান হিসেবে প্রশ্ন হবে ঃ



=> পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি কোথায় অবস্থিত ?

=> বাংলাদেশে ।



গত কিছুদিন যাবত পত্রিকা হাতে নিলেই দেখা যাচ্ছে অমুক জায়গায় এত ভরি স্বর্ণ বা সোনা পাওয়া যাচ্ছে । কেউ কি বিশদভাবে ভেবে দেখেছেন ? প্রতি সপ্তাহে গড়ে প্রায় ১-১.৫ কোটি টাকা মুল্যের সোনা বাংলাদেশে আসছে অথবা ধরা পড়ছে । বেশিরভাগ সোনাই বিস্কুট বা বার রুপে আসছে । পুলিশ বা গোয়েন্দা বিভাগের এর তথ্যানুযায়ী জানা যায় বাংলাদেশকে বিভিন্নভাবে চোরাচালানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে ।



বাংলাদেশে এত সোনা আসার পিছনে কিছু কারণ থাকতে পারে । আসুন জেনে নেই কিছু কারণঃ



১. বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করা । হয়তো বাংলাদেশের বাইরের কোন দেশে সোনার দাম বেশী ।

২. বাংলাদেশকে গোপনে কোন বিদেশি বাংলাদেশি প্রবাসি অথবা কোম্পানি সাহায্য করছে ।

৩. বাইরের কোন দেশ হয়তো সাহায্য করছে যাতে তারা পরবর্তীতে বাংলাদেশ থেকে কিছু নিতে পারে ।

৪. বাংলাদেশকে কিনে ফেলা (সূচক অর্থে) অথবা সরকারকে দাস বানানো ।



জানিনা, আসল কারণ কোনটা হবে । তবুও এতটুকু বলতে পারি , আমাদের আর পদ্মাসেতুর জন্য কারো কাছে চাইতে হবে না । যা স্বর্ণ আছে তা দিয়েই করা সম্ভব । এছাড়া রেকর্ড পরিমান রিজার্ভে অর্থ জমা আছে ।



সরকার বা সরকারী কেউ যদি এখন গায়েব করে ফেলে তবে কিছু করা সম্ভব না । আশা করি সরকার তার সম্পদকে সঠিকভাবে ব্যাবহার করবে ।



বিঃদ্রঃ এই সকল অর্থ দিয়ে বেকার সমস্যাও সমাধান সম্ভব ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

জাহাঙ্গীর জান বলেছেন: সোনার বাংলার ধানের শীষে জিয়া তুমি আছ মিশে,বঙ্গবন্ধুর সোনার বাংলায় সব চোরা সোনাই খাচ্ছে আমলায় পৃথিবীর অনেক দেশেই সোনার খনি আছে কিন্তু বাংলাদেশে চোরের খনি এটাই সত্য ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

মো: রায়হান চৌধুরী বলেছেন: যদি শিকড় থেকে নিজেকে পরিবর্তন করা যেত, তবে বাংলাদেশের অনেক উন্নতি হত । তা সে জিয়া বা মুজিব যিনিই থাকুন না কেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.