নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির শুরু থেকে আজ অব্দি মানুষের মনের অভাব পূর্ণ হয়নি । তাইতো আমি মনের খোরাক যোগাড়ে ব্যস্ত ।

মো: রায়হান চৌধুরী

সাধারণ এক মানুষ

মো: রায়হান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কিছু কথা, আমার অথবা আমাদের বাংলাদেশিদের ।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

আজ আমার ছোট্ট লাউগাছটি বড় হয়ে গেছে । লাউগাছে ফুল ধরেছে । কিছুদিন বাদে লাউ ধরবে ।

যাই হোক, আমার লেখার সাথে এই লাউগাছের আপাতত কোন সম্পর্ক নেই ।



কিছু খন্ড অংশঃ



#১

আগে (কোন এক সময়) আমি আমার বন্ধুর সাথে মাত্র ১ টাকার জন্য ঝগড়া করেছিলাম । যতদুর মনে হয় আমি তখন প্রথম শ্রেণীতে পড়তাম । মাঝে মাঝেই এইরুপ ঝগড়া হত। কখনো সে আমার সাথে, আমি তার সাথে ঝগড়া করতাম । আমাদের গ্রাম থেকে স্কুল বেশী দূরে ছিল না । হেটে গেলে প্রায় ১৫-২০ মিনিট লাগত । তবুও স্কুলে যাওয়ার তাড়া ছিল বলে রিক্সাই যেতাম । ভাড়া ছিল মোটে তিন টাকা ।



#২

ছোটবেলায় খুব শখ ছিল ইঞ্জিনিয়ার অথবা বৈমানিক হবো । কিন্তু কোন এক অজানা কারণে আমি তা হতে পারিনি । তবুও এখনো সে আশা ছাড়িনি । এখন মুক্ত পেশাজীবী হয়ে দিন পার করি ।



#৩

মাঝে মাঝে আমার খুব কক্সবাজার যেতে ইচ্ছে করে । কিন্তু সময় ও অর্থের কারনে তা আর হয়ে ওঠে না। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়ে ছবি তোলার প্রচণ্ড আগ্রহ রয়েছে ।



#৪

আমি গত ৩-৪ বছর হলে বৈশাখী মেলায় যাই না । মেলাতে গিয়ে আগের সে স্বাদ পাইনা । মাঝে মাঝে রাস্তার পাশে দিয়ে গেলে বুঝতে পারিনা আমি কোন এলাকায় অবস্থান করছি ।



#৫

গত কয়দিন বা কয়েক বছর ধরে যে সকল দুর্ঘটনা বা অস্থিরতা দেখেছি , জানি না তার শেষ বা সমাধান কোথায় হবে । মাঝে মাঝে প্রশ্ন করি, এই ঘটনাগুলোর জন্য দায়ী কে হবে ?





যাই হোক, এভাবে অনেক খণ্ড অংশ আছে আমার মতো অনেকের জীবনে । তবে এখন আসি খণ্ডগুলো লেখার পেছনের কারণগুলো কি হতে পারে ?





খণ্ড ১:

ওই সময়ে ১ টাকার ও অনেক মুল্য ছিল । কিন্তু এখন আর ১ টাকার কয়েন বা ধাতব মুদ্রা পাওয়াই যায় না । কারণ, এখন আমাদের দেশের প্রতিটা পণ্যের মুল্য আকাশ ছোঁয়া । দেশের প্রধানরা কিছু করতে পারছেন না ।



খণ্ড ২:

আমার পক্ষে তা হওয়া সম্ভব হয়নি তার পেছনে কিছু কারণ আছে । আমি কখনো খুব ভাল ছাত্র ছিলাম না । তবুও চেষ্টা করেছি অনেক বেশী । কিন্তু দারিদ্রতার কবলে পড়ে আমার মতো অনেকেই তাদের স্বপ্ন হারিয়েছে ।



খণ্ড ৩:

সাব্বিরের মৃত্যুর খুব বেশিদিন হয়নি । আমরা নাকি ডিজিটাল বাংলাদেশ এ বাস করছি । তাই আমাদের অকালে প্রান হারাতে হয় । নিরাপদ বাসস্থান, কারখানা (রানা প্লাজা), সৈকত অথবা নিরাপদ জীবন সবকিছুই আজ আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে ।



খণ্ড ৪:

যে ভদ্রমহিলা তার মেয়েকে কষ্ট করে একদিনের জন্য পান্তা আর ইলিশ খাওয়ায় ৪০০-৫০০ টাকা খরচ করে, তাদের কি মায়া আছে ছোট সে শিশুর উপরে ? যে শিশু সারা বছর পান্তা খায় তার একদিন পান্তা না খেলেও কিছু আসেনা । মেলায় যাই না কারণ মেলার সে আগের ঐতিহ্য নেই । এখন বাশের বাশির বদলে ভুভুজেলা বাজে । বাউলের গানের বদলে তুনে মারি এন্ট্রি গান শুনতে হয় ।



খণ্ড ৫:

সরকার কোথায় ঘুমিয়ে থাকে যখন কেউ কোন দুর্ঘটনার কবলে পড়ে । কোথায় থাকে যখন মানুষের অভাবের শেষ থাকে না । প্রাকৃতিক অথবা কৃত্রিম, কোন দুর্ঘটনায় কখনও শুভ বার্তা বয়ে নিয়ে আসেনা । তাই এ দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে ।





জীবনে অভিজ্ঞতার কখনো শেষ হয়না । তাই কিছুটা অভিজ্ঞতার জন্য এই লেখাটি লিখলাম । লাউগাছের মতো এদেশকেও বড় করতে হবে তবেই আমরা ফল পেতে পারি ।







লেখা ভাল বা খারাপ লাগলে মন্তব্য করবেন। সালাম নিবেন ।



ধন্যবাদ ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯

রিদওয়ানুল মসরুর বলেছেন: ঘটনা বড়ই বেবাক :)

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম.......... চিন্তার বিষয়।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মো: রায়হান চৌধুরী বলেছেন: জানিনা কবে আমরা পরিবর্তন হবো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.