নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির শুরু থেকে আজ অব্দি মানুষের মনের অভাব পূর্ণ হয়নি । তাইতো আমি মনের খোরাক যোগাড়ে ব্যস্ত ।

মো: রায়হান চৌধুরী

সাধারণ এক মানুষ

মো: রায়হান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একজন জন্মদাতা ও এক অভিশপ্ত সন্তান

১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৭

অথর্ব মানুষটাকে দিয়ে আর কত খেটে নিবে ?
একদিন তুমিও যাবে তার ই বর্তমানে যা তোমার হবে ভবিষ্যত ।

যে নারী তোমাকে তার গর্ভে ধারণ করলো অথবা যে পুরুষটির ঔরোষে তোমার জন্ম, তাকে কি তোমার কোন ধন দিয়ে ঋণ শোধ করতে পারবে ?

মাথার ঘাম, শরীরের রক্তকে পানি করে তোমার মুখে খাবার তুলে দিল । তোমার হাসির জন্য নিজের চোখকে ভেজালো । তোমার বর্তমানের জন্য তার অতীতকে করলো দুর্বিষহ অনিরুদ্ধ ।

আজ তুমিও একজন বাবা , একজন মা ।

তুমিও একদিন এমনই কষ্ট অনুভব করবে যা তুমি তার সাথে করছো ।

তার মুখে পানিটুকু না দিয়ে অনাহারে রাখছো । আর নিজে খাও ফাস্টফুডে , রেস্টুরেন্টে ।

একদিন তুমি দেখলে অযথা তার কারণে তোমার অর্থ ব্যয় হচ্ছে , তোমার সময় নষ্ট হচ্ছে । তাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে ।

তুমি অনেক খুশি আজ । কিন্তু অব্যক্ত অভিশাপে তুমিও একদিন নিশ্চিত ধ্বংস হবে ।


বাবা মাকে কষ্ট দিলে কেউ সুখী হতে পারেনা ।
হয়তো আমার কারণেও আমার বাবা মা কষ্টে আছেন । কিন্তু আমি তা চাই না । তাই তাদের কথা সর্বদা মেনে চলতে চেষ্টা করি ।

বিধাতা তুমি সবাইকে সঠিক পথে নিয়ে আসো ।
আমিন !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.